TRENDING:

Nepal Agitation: 'সতর্কতা অবলম্বন করুন, নির্দেশিকা মেনে চলুন', নেপালে বিক্ষোভ-পরিস্থিতিতে বিবৃতি জারি ভারতের

Last Updated:

প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়তে যে খুব একটা সময় লাগে না, সে কথা প্রতিবেশী বাংলাদেশের পর নতুন করে প্রমাণ করল নেপাল। তবে, যুগ তো এখন প্রযুক্তির! তাই, বাস্তবে পরিস্থিতি যতই মর্মান্তিক হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় তার প্রভাব এবং পরিসর বিস্তৃত হবে বইকি! সেই কারণেই সরকারের তরফে এবার সরাসরি সতর্কতা তথা পরামর্শ জারি করা হল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়তে যে খুব একটা সময় লাগে না, সে কথা প্রতিবেশী বাংলাদেশের পর নতুন করে প্রমাণ করল নেপাল। তবে, যুগ তো এখন প্রযুক্তির! তাই, বাস্তবে পরিস্থিতি যতই মর্মান্তিক হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় তার প্রভাব এবং পরিসর বিস্তৃত হবে বইকি! সেই কারণেই সরকারের তরফে এবার সরাসরি সতর্কতা তথা পরামর্শ জারি করা হল।
India Issues Advisory Amid Protests In Nepal
India Issues Advisory Amid Protests In Nepal
advertisement

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে বিক্ষোভ ও উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ভারত নেপালে তার নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। এক সরকারি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে। একই সঙ্গে নেপাল কর্তৃপক্ষের জারি করা পদক্ষেপ এবং নির্দেশিকা মেনে চলতেও বলেছে।

advertisement

বিবৃতিতে বলা হয়েছে, “গতকাল থেকে আমরা নেপালের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অনেক তরুণের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমাদের মন এবং প্রার্থনা নিহতদের পরিবারের সঙ্গে রয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “একজন ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা আশা করি সংশ্লিষ্ট সকলেই সংযম প্রদর্শন করবেন এবং শান্তিপূর্ণ উপায়ে এবং সংলাপের মাধ্যমে যে কোনও সমস্যার  সমাধান করবেন। আমরা লক্ষ্য করেছি, কর্তৃপক্ষ কাঠমান্ডু এবং নেপালের আরও বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে। নেপালে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন করার এবং নেপালি কর্তৃপক্ষের জারি করা পদক্ষেপ এবং নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

advertisement

নেপালে বসবাসকারী নাগরিকদের জন্য ভারতের পরামর্শ

নেপাল সরকার সোমবার তরুণদের সহিংস বিক্ষোভ, যাতে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে, তার পর সোশ্যাল মিডিয়া সাইটগুলি নিষিদ্ধ করার পূর্ববর্তী সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। সোমবার রাতে নেপালের যোগাযোগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ঘোষণা করেছেন, মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলি নিষিদ্ধ করার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

advertisement

গুরুং বলেন, তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ‘জেনারেল জেড’-এর দাবি অনুসারে সোশ্যাল মিডিয়া সাইটগুলি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে, যাঁরা কাঠমান্ডুর কেন্দ্রস্থলে সংসদের সামনে বিশাল বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন।

সরকারের সঙ্গে রেজিস্ট্রেশন না করার কারণে নেপাল সরকার ফেসবুক এবং এক্স সহ ২৬টি সোশ্যাল মিডিয়া সাইট নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল।

মন্ত্রী প্রতিবাদী ‘জেনারেল জেড’ গ্রুপকে তাঁদের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধও করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Nepal Agitation: 'সতর্কতা অবলম্বন করুন, নির্দেশিকা মেনে চলুন', নেপালে বিক্ষোভ-পরিস্থিতিতে বিবৃতি জারি ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল