৩১৬৩৭/৩১৬৩৮ শিয়ালদহ – রানাঘাট এসি লোকালকে শ্যামনগর ও বেলঘরিয়ায় অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে, এবং ৩৩৭৬১/৩৩৭৬২ শিয়ালদহ – বনগাঁ – রানাঘাট এসি ইএমইউ ১৫.০৯.২৫ তারিখ থেকে ১ মাসের জন্য চাঁদপাড়া, মাছলন্দপুর, অশোক নগর রোড, বিরা এবং বিরাটিতেও থামবে। পরীক্ষামূলকভাবে অতিরিক্ত স্টপেজের এই সময়কালে, কোনও মাসিক সিজন টিকিট জারি করা হবে না। যাত্রীদের আগমনের বিস্তারিত তথ্য পাওয়ার পর, অতিরিক্ত স্টপেজ অব্যাহত রাখার জন্য নতুন স্টেশনগুলিতে আদৌ যাত্রীদের সাড়া পাওয়া যাচ্ছে কিনা তা পরীক্ষা করে যথাযথ বিশ্লেষণ করা হবে।
advertisement
শ্রী রাজীব সাক্সেনা/ডিআরএম, শিয়ালদহ জানিয়েছেন, যাত্রীদের সমস্তরকম সুবিধার জন্য আধুনিকীকরণ এবং উন্নত পরিকাঠামোর মাধ্যমে প্রিমিয়াম পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য ডিভিশন প্রস্তুত আছে। এসি পরিষেবা চালু করার ফলে বর্তমান সময়ে রেল পরিষেবা সড়কপথে যানজট কমিয়ে যাতায়াতের সুবিধা করে দিয়েছে যাত্রীদের।
গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এসি লোকালে যাত্রীদের ভীড় হচ্ছে চোখে পরার মতো। বহু জায়গা থেকেই যাত্রীরা স্টপেজের দাবি করছেন। কিন্তু বেশ কিছু টেকনিক্যাল বিষয় খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিতে হবে। এই অবস্থায় নয়া এসি লোকালে যাত্রী কোন এলাকা বা স্টেশন থেকে বেশি করে আসার সম্ভাবনা রয়েছে তা দেখে নিয়েই পরীক্ষামূলকভাবে স্টপেজ বাড়ানো হল।