আরও পড়ুন জাতীয় রাজনীতিতে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে ইতিবাচক ইঙ্গিত রাহুল গান্ধির
NEET, UGC NET, JEE, CMAT পরীক্ষাগুলি এবার থেকে হবে অনলাইনে ৷ বছরে দু বার হবে NEET এবং JEE ৷ জানুয়ারি এবং এপ্রিল মাসে হবে জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা এবং সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা হবে ফেব্রুয়ারি এবং মে মাসে ৷ ন্যাশনল টেস্টিং এজেন্সির মাধ্যমে হবে এই পরীক্ষাগুলি ৷ নতুন এই সংস্থাই নিয়ন্ত্রণ করবে সর্বভারতীয় পরীক্ষাগুলি ৷ পরীক্ষা অনলাইনে হবার ফলে পরীক্ষার্থীদের সুবিধা হবে, আটকানো যাবে প্রশ্নপত্র ফাঁসের মত ঘটনাও ৷ মত প্রকাশ জাভড়েকরের ৷
advertisement
Location :
First Published :
July 07, 2018 4:47 PM IST