এ দিন সনিয়া ও মমতার ডাকে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন অ-বিজেপি শাসিত ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, 'আমি বহু বার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি৷ বিকল্প উপায় প্রধানমন্ত্রী নিতে পারতেন৷ কেন্দ্র যদি আবেদন না জানায় সুপ্রিম কোর্টে, রাজ্যগুলি আদালতে যাক৷ রাজ্যগুলির একযোগে আদালতে যাওয়া উচিত৷'
কেন্দ্রের সমালোচনা করে মমতা বলেন, 'জিএসটি নিয়ে কেন্দ্র অনড়৷ আমার কেন্দ্রের থেকে কিছুই পাইনি৷ মে-জুনে বকেয়া ৪ হাজার ১০০ কোটি টাকা৷ রাজ্য চালাবো কী করে? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এখন অদ্ভূত পরিস্থিতি৷ মানুষের উপকার করতে গেলেই বিরক্ত করা হচ্ছে৷ এমন অত্যাচার আগে কখনও হয়নি৷ টাকা কি আকাশ থেকে পড়ে?'
করোনার পরিস্থিতিতে দুটি সর্বভারতীয় পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে৷ তাই পরীক্ষাগুলি স্থগিত করা হোক, ইতিমধ্যেই এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি চিঠি দিয়েছেন মমতা৷
বৈঠকে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রমুখ৷
