পাঠানকোট হামলার খবর সম্প্রচার করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে এই চ্যানেলের বিরুদ্ধে ৷ এই অপরাধের জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই সিদ্ধান্ত নেয় ৷ পাশাপাশি কেবল টিভি নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্টকে নির্দেশ দেওয়া হয়, একদিনের জন্যে এনডি টিভি ইন্ডিয়া চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে। নির্দেশ অনুযায়ী, ন নভেম্বর ২০১৬ রাত বারোটা থেকে ১০ নভেম্বর ২০১৬ রাত বারোটা অবধি বন্ধ রাখা বন্ধ থাকবে চ্যানেলের সম্প্রচার ৷ এই প্রথম কোনও চ্যানেলের উপর এরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
advertisement
অস্ত্র কোথায় রাখা হয়েছে, জঙ্গিরা কোখায় লুকিয়ে রয়েছে, স্কুল ও আবাসন যেখানে জঙ্গিদের কী ভাবে খতম করার চেষ্টা করছে সেনারা এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতার করে এনডিটিভি ৷ অর্ডারে জানানো হয়েছে এই তথ্যগুলি জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত ফেলার পাশাপাশি বহু সাধারণ মানুষের জীবনকে বিপদে ফেলতে পারে ৷
প্রাথমিক ভাবে ৩০ দিনের জন্য চ্যানেল বন্ধ রাখার কথা ভাবা হয় প্যানেলের তরফে ৷ পরে একদিনের জন্য নিষেধাজ্ঞা জারি করার সিদ্বান্ত নেওয়া হয়েছে ৷
তবে চ্যানেলের তরফে জানানো হয়েছে, পাঠানকোট হামলা নিয়ে যা তারা সম্প্রচার করেছে তা বিভিন্ন প্রিন্ট, বৈদ্যুতিন ও সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল ৷ তারা কোনও স্পর্শকাতর তথ্য চ্যানেলে দেখায়নি ৷