TRENDING:

NDA Leads Exit Polls: এক্সিট পোলে এগিয়ে সেই এনডিএ-ই, বিহারে ফের নীতীশ-রাজ? প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে বিজেপি, হাল ছাড়ছেন না তেজস্বীরাও

Last Updated:

বিহার নির্বাচন: ফের ক্ষমতায় ফিরছে নীতীশ-বিজেপি জোট? সব বুথফেরত সমীক্ষায় এনডিএ-র বড় জয়ের ইঙ্গিত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেগা এক্সিট পোল ইঙ্গিত দিচ্ছে, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ (জাতীয় গণতান্ত্রিক জোট) এগিয়ে রয়েছে স্পষ্ট ব্যবধানে। সমীক্ষা অনুযায়ী, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) তথা এনডিএ জোট ফের ক্ষমতায় ফিরতে পারে— এবং ভোটারদের একাংশ এবার নীতীশের পক্ষে সমর্থন পুনর্গঠিত করেছেন বলেই মনে করা হচ্ছে। এই সমীক্ষায় দেখা গেছে, ২০২০ সালের তুলনায় এনডিএ তাদের পারফরম্যান্স আরও উন্নত করতে চলেছে, অন্যদিকে মহাগঠবন্ধন (আরজেডি–কংগ্রেস–বাম জোট) একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রভাব হারাচ্ছে।
News18
News18
advertisement

২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন। বিভিন্ন বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, এনডিএ জোটের পাঁচটি দল— জেডিইউ, বিজেপি, লোক জনশক্তি পার্টি (রামবিলাস), হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা— একত্রে অনায়াসেই সেই জাদুসংখ্যা ছুঁয়ে ফেলবে বা অতিক্রম করবে।

তবে কিছু সমীক্ষা বলছে, ‘মহাগঠবন্ধন’ (আরজেডি–কংগ্রেস–বাম জোট) শতাধিক আসন পেতে পারে, আবার অন্য কিছু সমীক্ষায় দাবি, তেজস্বী যাদবদের জোটের আসনসংখ্যা দুই অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

advertisement

অন্যদিকে, প্রাক্তন ভোটকৌশলী প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি (জেএসপি)-র ফলাফল হতাশাজনক হতে পারে বলে একাধিক সমীক্ষার পূর্বাভাস।

তিন ঘণ্টার অপেক্ষা! বিস্ফোরণের আগে লালকেল্লার পাশে ড. উমরের ভয়ানক কাউন্টডাউন ধরা পড়ল সিসিটিভিতে

বিহার ভোটে নারীরাই এক্স ফ্যাক্টর! রেকর্ড ভোট মহিলাদের, পুরুষদের তুলনায় এগিয়ে ৯ শতাংশ!

এনডিএ এগিয়ে ১৪০ থেকে ১৫০ আসনে

advertisement

নিউজ১৮–এর পূর্বাভাস অনুযায়ী, ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ পেতে পারে ১৪০ থেকে ১৫০টি আসন, যা সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা (১২২)-এর অনেক উপরে।
এটি ২০২০ সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি, এবং তা এনডিএ জোটকে ফের ক্ষমতার দোরগোড়ায় নিয়ে এসেছে।

জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ এবার হতে পারে এককভাবে সর্ববৃহৎ দল।
এক্সিট পোল অনুযায়ী, জেডিইউ-এর আসনসংখ্যা ৬০ থেকে ৭০-এর মধ্যে, যা ২০২০ সালের নির্বাচনে পাওয়া ৪৩টি আসনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
এই উত্থান ইঙ্গিত দিচ্ছে যে এনডিএ-র ভোটভিত্তি এবার আরও একত্রিত হয়েছে এবং ২০২০ সালে লোজপির (লোক জনশক্তি পার্টি) একলা লড়াইয়ের কারণে যে ক্ষতি হয়েছিল, তা অনেকটাই পুষিয়ে নিয়েছে জোট।

advertisement

বিহার ভোটে নারীরাই এক্স ফ্যাক্টর! রেকর্ড ভোট মহিলাদের, পুরুষদের তুলনায় এগিয়ে ৯ শতাংশ!

বিনামূল্যে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক চালু করল রাজ্য সরকার! ECG, USG, ব্লাড টেস্ট-সহ বহু পরিষেবা দোরগোড়ায়, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি সামান্য পতনেও জোটে প্রধান শক্তি

বিজেপি-র আসনসংখ্যা কিছুটা কমলেও জোটে তার প্রভাব অটুট। এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৫৫ থেকে ৬৫টি আসন — ২০২০ সালের ৭৪ আসনের তুলনায় কিছুটা কম হলেও এখনও এনডিএ-র প্রধান স্তম্ভ হিসেবেই রয়ে গেছে দলটি।

advertisement

ছোট মিত্রদলগুলি — যেমন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) এবং রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) — একত্রে ১০ থেকে ২০টি আসন পেতে পারে বলে পূর্বাভাস। এগুলো এনডিএ-কে আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে যথেষ্ট।

ধসে পড়ছে মহাগঠবন্ধনের আসনসংখ্যা

বিরোধী মহাগঠবন্ধন (এমজিবি) — যার নেতৃত্বে রয়েছে আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) ও কংগ্রেস (INC) — এই নির্বাচনে বড় ধাক্কা খেতে পারে।
সমীক্ষা অনুযায়ী, মহাগঠবন্ধনের সম্ভাব্য আসনসংখ্যা ৮৫ থেকে ৯৫টির মধ্যে, যা ২০২০ সালের ১১০ আসনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

এই ফলাফলে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আরজেডি-কংগ্রেস জোটের প্রভাব হ্রাস পাচ্ছে, বিশেষত যেখানে এনডিএ সামাজিক ও উন্নয়নমূলক ইস্যুতে ভোটারদের আস্থা টানতে সক্ষম হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু শুধুই পড়ে আছে জমি, সুন্দরবনের শিক্ষক দেখাচ্ছেন লাখপতি হওয়ার পথ,নারকেল চাষেই মালামাল
আরও দেখুন

আজ, ১১ নভেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার মাধ্যমে বিহারে শেষ হল ভোটগ্রহণ। দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হল। এবার ফলের অপেক্ষা১৪ নভেম্বর বিহার ভোটের ফল। বিহারে এবার ভোট হল দুই দফায়। প্রথম দফায় ৬ নভেম্বর ১২১টি আসনে ভোট হয়েছিল, ১২২টি আসনে ভোট হল মঙ্গলবার। কে জিতবে বিহারের বিধানসভা ভোটেআভাস পাওয়া যাবে বুথ ফেরত সমীক্ষায়।

বাংলা খবর/ খবর/দেশ/
NDA Leads Exit Polls: এক্সিট পোলে এগিয়ে সেই এনডিএ-ই, বিহারে ফের নীতীশ-রাজ? প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে বিজেপি, হাল ছাড়ছেন না তেজস্বীরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল