বিহার ভোটে নারীরাই এক্স ফ্যাক্টর! রেকর্ড ভোট মহিলাদের, পুরুষদের তুলনায় এগিয়ে ৯ শতাংশ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Bihar Election Latest Update: দুই দফার ভোট শেষে সম্পূর্ণ হল বিহার বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারে নারী ভোটারদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।
পটনা : আজ, ১১ নভেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ হল বিহার বিধানসভা নির্বাচন। দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন রাজ্য জুড়ে অপেক্ষা ১৪ নভেম্বরের, যেদিন ঘোষণা হবে চূড়ান্ত ফলাফল। তবে ভোটের পরিসংখ্যান ইতিমধ্যেই স্পষ্ট করে দিচ্ছে এক বড় প্রবণতা — এবারের নির্বাচনে নারী ভোটাররা পুরুষদের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি ভোট দিয়েছেন, যা বিহারের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।
দুই দফার ভোটগ্রহণের সারসংক্ষেপ
advertisement
দুই দফাতেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, তবে কমিশনের হিসাবে প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। নারী ভোটারদের অংশগ্রহণ এবারও পুরুষদের ছাড়িয়ে গেছে।
advertisement
নারী বনাম পুরুষ ভোটদানের হার
প্রথম দফা ভোট:
দ্বিতীয় দফা ভোট:
advertisement
সামগ্রিক ভোটদানের হার:
অর্থাৎ, নারী ভোটারদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় প্রায় ৮.৮ শতাংশ বেশি।
নারী ভোটের উত্থান: রাজনীতির নতুন সমীকরণ
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বিহারে নারী ভোটারদের আগ্রহ আগের সব নির্বাচনের তুলনায় বেশি।
গ্রামীণ অঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত সর্বত্রই দেখা গেছে মহিলাদের দীর্ঘ সারি।
advertisement
বিশ্লেষকদের মতে, সরকারি কল্যাণমূলক প্রকল্প, স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগগুলি নারী ভোটারদের রাজনৈতিকভাবে আরও সক্রিয় করে তুলেছে।
এবারের নির্বাচনে
বিজেপি (১০১ আসন), জেডিইউ (১০১), চিরাগ পাসওয়ানের এসজেপি (২৮), এইচএএম (৬) ও আরএলপি (৬)।
আরজেডি (১৪৩ আসন), কংগ্রেস (৬১), সিপিআইএমএল (২০) ও অন্যান্য দল (৩১)।
advertisement
দুই শিবিরই উচ্চ ভোটদানের হার দেখে আত্মবিশ্বাসী। এখন নজর বুথ ফেরত সমীক্ষা ও ১৪ নভেম্বরের গণনার দিকে।
১৪ নভেম্বর: ফলাফলের দিন
শুক্রবার সকালে শুরু হবে ভোটগণনা। ২৪৩ আসনের ফলেই নির্ধারিত হবে বিহারের আগামী পাঁচ বছরের রাজনৈতিক ভাগ্য।
কিন্তু তার আগেই এই পরিসংখ্যান একটাই বার্তা দিচ্ছে — বিহারের রাজনীতিতে এখন নারীরাই গেম চেঞ্জার।
কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিললেও, সামগ্রিক চিত্রে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট ‘মহাগঠবন্ধন’-এর তুলনায় খানিকটা এগিয়ে বলে আভাস দিয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা।
মঙ্গলবার দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থা প্রকাশিত এক্সিট পোলের বিশ্লেষণ অনুযায়ী, আরজেডি–কংগ্রেস–বামেদের জোটের তুলনায় বিজেপি–জেডিইউ–সহযোগী দলগুলির পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো হতে পারে।
মঙ্গলবার দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থা প্রকাশিত এক্সিট পোলের বিশ্লেষণ অনুযায়ী, আরজেডি–কংগ্রেস–বামেদের জোটের তুলনায় বিজেপি–জেডিইউ–সহযোগী দলগুলির পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো হতে পারে।
advertisement
তবে ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, বুথ ফেরত সমীক্ষা সব সময়ই ফলের সঙ্গে মেলে না। অনেক সময় বাস্তব ফলাফলে বড় চমক দেখা গেছে, আবার কিছু ক্ষেত্রে এই পূর্বাভাসই পরে সত্যিও হয়েছে। ফলে চূড়ান্ত ফলাফলের আগে পুরো চিত্র পরিষ্কার নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
November 11, 2025 10:23 PM IST

