চণ্ডীগড়: প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু কি কংগ্রেস ছাড়ছেন? এই নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন নভজ্যোৎ সিং সিধুর স্ত্রী কংগ্রেস নেত্রী নভজ্যোৎ কৌর সিধু। তিনি বলেছিলেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে লাগে ‘৫০০ কোটি টাকা ভর্তি সুটকেস’। নভজ্যোৎ কৌর সিধুর এই মন্তব্যে প্রবল শীতেও উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতি। সিধু-পত্নীর এই মন্তব্য রাজনীতিতে দুর্নীতিপরায়ণতার দিকে সরাসরি আঙুল তোলায় বিতর্ক ঘনিয়ে ওঠে। আর এরপরেই সিধু পত্নীকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিল কংগ্রেস।
advertisement
সিধু-পত্নী নভজ্যোৎ কৌর পাঞ্জাবের কংগ্রেস নেত্রী। রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার সঙ্গে সাক্ষাতের পর তিনি দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসতে গেলে ৫০০ কোটি টাকার সুটকেস থাকা প্রয়োজন। এরপরেই পঞ্জাবের শাসকদল আম আদমি পার্টি ও বিরোধী বিজেপি তেড়েফুঁড়ে কংগ্রেস বিরোধী আক্রমণ শুরু করেছে। এমনকী দলীয় নেত্রীর এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়ে কংগ্রেসও।
পঞ্জাব কংগ্রেসের মধ্যে চলমান অভ্যন্তরীণ মতপার্থক্য প্রকাশ্যে চলে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু। তিনি দাবি করেছেন যে দলের মধ্যে পাঁচজন নেতা মুখ্যমন্ত্রী পদ পেতে চান এবং তাঁরা নিজের দলের বিরুদ্ধেই কাজ করছেন। নভজ্যোত সিং সিধুর দলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে নিয়ে স্ত্রী বলেন, ‘কংগ্রেস ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে সিধুর। কিন্তু প্রচণ্ড দলাদলির কারণে তিনি দলে কোনও ভূমিকা পাবেন না।’
সিধুর ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘যদি কোনও দল আমাদের ভূমিকা দেয়, তাহলে আমরা আবার পঞ্জাবকে সোনার পঞ্জাব বানাতে পারি। কংগ্রেস তাঁকে মুখ্যমন্ত্রী করলে উনি ফিরে আসবেন। অন্যথায় তিনি তাঁর জীবনে সুখী আছেন।’ আর সিধু পত্নীর এহেন মন্তব্যের পরই এবার তাঁকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিল কংগ্রেস।
