TRENDING:

Navjot Kaur Sidhu: ‘৫০০ কোটি টাকা ভর্তি সুটকেস’ মন্তব্য, সিধু-পত্নীকে সাসপেন্ড করল কংগ্রেস! আরও তীব্র হল জল্পনা

Last Updated:

Navjot Kaur Sidhu: পঞ্জাব কংগ্রেসের মধ্যে চলমান অভ্যন্তরীণ মতপার্থক্য প্রকাশ্যে চলে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিধু-পত্নীকে সাসপেন্ড
সিধু-পত্নীকে সাসপেন্ড
advertisement

চণ্ডীগড়: প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু কি কংগ্রেস ছাড়ছেন? এই নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন নভজ্যোৎ সিং সিধুর স্ত্রী কংগ্রেস নেত্রী নভজ্যোৎ কৌর সিধু। তিনি বলেছিলেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে লাগে ‘৫০০ কোটি টাকা ভর্তি সুটকেস’। নভজ্যোৎ কৌর সিধুর এই মন্তব্যে প্রবল শীতেও উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতি। সিধু-পত্নীর এই মন্তব্য রাজনীতিতে দুর্নীতিপরায়ণতার দিকে সরাসরি আঙুল তোলায় বিতর্ক ঘনিয়ে ওঠে। আর এরপরেই সিধু পত্নীকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিল কংগ্রেস।

advertisement

সিধু-পত্নী নভজ্যোৎ কৌর পাঞ্জাবের কংগ্রেস নেত্রী। রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার সঙ্গে সাক্ষাতের পর তিনি দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসতে গেলে ৫০০ কোটি টাকার সুটকেস থাকা প্রয়োজন। এরপরেই পঞ্জাবের শাসকদল আম আদমি পার্টি ও বিরোধী বিজেপি তেড়েফুঁড়ে কংগ্রেস বিরোধী আক্রমণ শুরু করেছে। এমনকী দলীয় নেত্রীর এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়ে কংগ্রেসও।

advertisement

আরও পড়ুন: ‘কোনও জরুরি পরিস্থিতি দেখছি না!’ ইন্ডিগো বিভ্রাটে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের!

পঞ্জাব কংগ্রেসের মধ্যে চলমান অভ্যন্তরীণ মতপার্থক্য প্রকাশ্যে চলে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু। তিনি দাবি করেছেন যে দলের মধ্যে পাঁচজন নেতা মুখ্যমন্ত্রী পদ পেতে চান এবং তাঁরা নিজের দলের বিরুদ্ধেই কাজ করছেননভজ্যোত সিং সিধুর দলের বর্তমান পরিস্থিতিভবিষ্যনিয়ে নিয়ে স্ত্রী বলেন, ‘কংগ্রেসপ্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে সিধুরকিন্তু প্রচণ্ড দলাদলির কারণে তিনি দলে কোনও ভূমিকা পাবেন না।’

advertisement

সিধুর ভবিষ্যনিয়ে তিনি বলেন, ‘যদি কোনও দল আমাদের ভূমিকা দেয়, তাহলে আমরা আবার পঞ্জাবকে সোনার পঞ্জাব বানাতে পারিকংগ্রেস তাঁকে মুখ্যমন্ত্রী করলে উনি ফিরে আসবেনঅন্যথায় তিনি তাঁর জীবনে সুখী আছেন।’ আর সিধু পত্নীর এহেন মন্তব্যের পরই এবার তাঁকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিল কংগ্রেস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গৃহশিক্ষকতার স্বল্প উপার্জনে দুঃস্থ আদিবাসী পড়ুয়াদের বই খাতা কলম খাবার কিনে দেন তরুণী
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Navjot Kaur Sidhu: ‘৫০০ কোটি টাকা ভর্তি সুটকেস’ মন্তব্য, সিধু-পত্নীকে সাসপেন্ড করল কংগ্রেস! আরও তীব্র হল জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল