TRENDING:

Naveen Patnaik equals Jyoti Basu record: জ্যোতি বসুকে ছুঁয়ে ফেললেন নবীন পট্টনায়েক! কিংবদন্তি নেতাকে টপকে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: জ্যোতি বসুর গড়া নজির স্পর্শ করলেন নবীন পট্টনায়েক৷ মুখ্যমন্ত্রী পদে ২৩ বছর ১৩৮ দিন ছিলেন জ্যোতি বসু৷ ভারতের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে এই নজির ছিল প্রয়াত কিংবদন্তি সিপিএম নেতার দখলে৷ গত শনিবার সেই নজির ছুঁয়ে ফেলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ তবে সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে থাকার রেকর্ড এখনও রয়েছে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ে দখলে৷ ২৪ বছর ১৬৬ দিন সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি৷
জ্যোতি বসুর নজির ছুঁলেন নবীন পট্টনায়েক৷ ছবি- রয়টার্স,
জ্যোতি বসুর নজির ছুঁলেন নবীন পট্টনায়েক৷ ছবি- রয়টার্স,
advertisement

নবীন পট্টনায়েকের রাজনৈতিক জীবনের উত্থান যথেষ্ট চমকপ্রদ৷ ১৯৯৭ সালের ১৭ এপ্রিল ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েকের মৃত্যুর পর রাজ্যে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়৷ তৎকালীন জনতা দলের নেতারা সেই সময় বিজু পট্টনায়েকের মৃত্যুতে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে একজন উপযুক্ত মুখ খুঁজছিলেন৷ বিজু পট্টনায়েকের মৃত্যুতে ওড়িশাবাসীর সমবেদনা কাজে লাগানোও ছিল জনতা দলের নেতাদের উদ্দেশ্য৷ সেই সময় নবীন পট্টনায়য়েকের বয়স ৫১৷ শেষ পর্যন্ত বিজু পট্টনায়েকের পুত্র নবীনকেই বেছে নেন তাঁরা৷

advertisement

বিজু পট্টনায়েকের মৃত্যুর পর তাঁর ছেলে নবীনের হাতেই দলের ব্যাটন তুলে দেওয়া হয়৷ দলের নাম বদলে রাখা হয় বিজু জনতা দল৷ ওড়িশার আসকা লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে সহজেই জয় পান নবীন৷

১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ী সরকারে স্টিল এবং খনি দফতরের মন্ত্রী করা হয় নবীনকে৷ কিন্তু ২০০০ সালে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে ওড়িশার বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন তিনি৷ সেই সময় সুপার সাইক্লোন বিধ্বস্ত ওড়িশার পুনর্বাসন যথাযথ না হওয়ায় ক্ষমতাসীন কংগ্রেস সরকারের উপরে ক্ষোভ বাড়ছিল মানুষের৷ যে ক্ষোভ কাজে লাগিয়ে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে ক্ষমতা দখল করে বিজু জনতা দল৷ মুখ্যমন্ত্রী হন নবীন পট্টনায়েক৷ ২০০০ সালের ৫ মার্চ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

সেই শুরু, এর পর থেকে ওড়িশার মুখ্যমন্ত্রীর পদে দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে নবীন পট্টনায়েকের৷ দু দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকলেও শাসক বিরোধী হাওয়ায় টলেনি নবীনের মুখ্যমন্ত্রী পদ৷ বরং দেশের মূল দুই রাজনৈতিক শক্তির সঙ্গে সমদূরত্ব বজায় রাখা, দুর্নীতি বিরোধী ভাবমূর্তি গড়ে তুলে মৃদুভাষী নবীন ওড়িশাবাসীর আস্থা অর্জন করে নিয়েছেন৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দেশের অন্যান্য আঞ্চলিক অনেক নেতার মতো জাতীয় স্তরে উচ্চাশা না রেখে নবীন ওড়িশাতেই নিজের পায়ের তলার জমি শক্ত করায় বরাবর মনোনিবেশ করেছেন৷ যা তাঁর সাফল্যের অন্যতম কারণ বলেই ধরে নেওয়া হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Naveen Patnaik equals Jyoti Basu record: জ্যোতি বসুকে ছুঁয়ে ফেললেন নবীন পট্টনায়েক! কিংবদন্তি নেতাকে টপকে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল