সোমবার কাকভোরে নিজের বাসভবন ছেড়ে দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে গিয়ে উপস্থিতি হন রাজ। সংবাদমাধ্য়মের নজর এড়াতেই সকাল পৌনে সাতটায় রওনা দিয়ে সাড়ে সাতটার মধ্য়ে ফড়নবিশের কাছে পৌঁছে যান তিনি। সেখানে ১ ঘণ্টা কথা হয় দুজনের মধ্য়ে। যদিও এই সব খবরই মিলেছে সূত্র মারফত, দু-পক্ষের কেউই বৈঠকের কথা স্বীকার করেননি। এর আগে সৌজন্য়ের খাতিরে রাজ ঠাকরের বাড়িতে একবার গিয়েছিলেন দেবেন্দ্র। তখন তিনি জানিয়েছিলেন, রাজের শরীর খারাপ, একটি অস্ত্রোপচার হয়েছে, সেই কারণে তিনি রাজকে দেখতে এসেছেন। এই ঘটনাটি ঘটে জুলাই মাসে।
advertisement
আরও পড়ুন: 'পার্থ-অনুব্রত-ববি চোর, আর আপনারা সাধু!', গ্রেফতারির পর এই প্রথম মমতার মুখে পার্থর নাম
আরও পড়ুন: পড়াশোনার অসহ্য চাপ, নিজের জীবন দিয়ে 'মুক্তি'র পথ খুঁজল দুর্গাপুরের দ্বাদশের ছাত্র!
সাম্প্রতিক কালে রাজ ঠাকরে মহারাষ্ট্রের রাজনীতিতে ফের একটা তল খুঁজে পেতে সক্রিয় থাকছেন প্রায়. সব সময়েই। সম্প্রতি তিনি গিয়েছিলেন পুণেতে। সেখানেও সদস্য়পদ বৃদ্ধির কাজ করেন তিনি।