এলাকাবাসীকে দোভাল জানান,‘দেশকে ভালবাসতে শিখুন ৷ সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন ৷ প্রতিবেশি সমস্যায় পড়লে সাহায্যের জন্য এগিয়ে যান৷ ’
advertisement
অশান্ত জাফরাবাদে এদিন পুলিশ কনভয় নিয়েও ঘোরেন তিনি। সেখানেই এক ছাত্রীর সঙ্গে কথা বলেন দোভাল। ছাত্রীটি তাঁকে বলে, 'আমরা ভীত। বাড়ি থেকে বের হতে পারছি না। টিউশনে যেতে পারছি না।' ছাত্রীর মুখে ওই কথা শুনে দোভাল তাকে আশ্বস্ত করে বলেন, 'তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। সমস্ত কিছু ঠিক করার দায়িত্ব সরকার ও পুলিশের।'
দিল্লি হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই মুহূর্তে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৷ আহত ২০০ জনেরও বেশি৷ এখনও ১০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, স্থানীয়রা নয়, দিল্লিতে হিংসা ছড়িয়েছে বহিরাগতরা৷ তিনি বলে, 'দিল্লির মানুষ হিংসা চায় না৷ আম আদমি এই কাজ করেনি৷ দিল্লির হিন্দু, মুসলিমরা শান্তির পক্ষে৷' একই সঙ্গে দিল্লি হিংসায় মৃত পুলিশকর্মী রতন লালের পরিবারকে ১ কোটি টাকা সরকারি সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরির কথাও ঘোষণা করেন তিনি৷