দু’দিন আগে LRO চাঁদে চন্দ্রযান ২ এর বিক্রম ল্যান্ডার ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা চালানোর দাবি করেছে ৷ নাসার তরফে জানিয়েছেন, চন্দ্রযান ২ এর বিক্রম ল্যান্ডারের ধ্বংসাবশেষ ক্র্যাশ সাইট থেকে ৭৫০ মিটার দূরে পাওয়া গিয়েছে ৷ ট্যুই করে নাসা এই বিষয়ে জানিয়েছে ৷ নাসা বিক্রমের ধ্বংসাবশেষ খোঁজার কৃতিত্ব চেন্নাইয়ের ইঞ্জিনিয়র সন্নুগ সুব্রহ্মণ্যমকে দিয়েছেন ৷
advertisement
নাসার প্রকাশিত ছবি খুঁটিয়ে পরীক্ষা করছিলেন সন্নুগ সুব্রহ্মণ্যম। দুটি ছবির তুলমানূলক বিশ্লেষণ করে সন্নুগের সন্দেহ হয়, এটাই বিক্রম ল্যান্ডার হতে পারে। সেই সংশয় জানিয়েই নাসা ও ইসরোকে পাল্টা ট্যুইট করেন চেন্নাইয়ের ইঞ্জিনিয়র। তাঁর প্রশ্নের দু-মাস পর এল নাসার উত্তর। মার্কিন মহাকাশ সংস্থা জানাল, চিহ্নিত করা বস্তুটিই ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ। সন্নুগের বিশ্লেষণ একেবারে ঠিক।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2019 2:18 PM IST