তাই সবার নজর থাকবে আগামিকাল কী হয় ? সেই দিকেই ৷ ভারতের ইতিহাসে ১৯৭৭ সালে প্রথমবার প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই শক্তিপরীক্ষায় পরাজিত হয়েছিলেন, শুধু তিনিই নন এই তালিকায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, ভিপি সিং, এইচডি দেবগৌড়া, ইন্দ্রকুমার গুজরাল, অটলবিহারী বাজপেয়ি লোকসভায় শক্তিপরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন, দিয়েছিলেন প্রধানমন্ত্রী পদে ইস্তফা ৷ এখনও পর্যন্ত মোট ২৬ বার কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা ৷
advertisement
ইন্দিরা গান্ধির সরকারের বিরুদ্ধে সব থেকে বেশিবার অর্থাৎ ১৫ বার অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা ৷ লালবাহাদুর শাস্ত্রী ও পিভি নরসীমা রাও সরকারের বিরুদ্ধে ৩ বার করে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা ৷ সব থেকে বেশিবার অনাস্থা প্রস্তাব এনেছিলেন সাংসদ জ্যোর্তিময় বসু তিনি ইন্দিরা গান্ধির সরকারের বিরুদ্ধে ৪ বার অনাস্থা এনেছিলেন ৷
আরও পড়ুন : দিল্লিতে বড়সড় হামলার ছক, রাজধানী জুড়ে হাইঅ্যালার্ট