বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রধানমন্ত্রী মোদির এই দু’দিনের সফর৷ সফর চলাকালীন একাধিক রোড শো থেকে শুরু করে বিভিন্ন জনসভা করার কথা তাঁর৷ এই জনসভাগুলি থেকে আবারও তিনি পাকিস্তানকে জোরাল বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে৷
প্রধানমন্ত্রী মোদি ২৯ মে সকাল ১০:৪৫ মিনিটে প্রথমে সিকিমে অবতরণ করবেন এবং সিকিম রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালজোর স্টেডিয়ামে একটি জনসভা করবেন। তারপর ২৯ মে বিকেলে, তিনি আসবেন পশ্চিমবঙ্গে৷ সেখানে আলিপুরদুয়ারে একটি জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর।
advertisement
তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় পটনার বিমানবন্দর থেকে বিহার বিজেপির সদর দফতর পর্যন্ত একটা বিশাল রোড শো করবেন মোদি। বিকেল ৫টার দিকে পটনায় অবতরণ করবেন, নতুন বিমানবন্দর উদ্বোধন করবেন, জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তারপর এক ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এই রোড শো।
আরও দেখুন: শক্তি বাড়িয়ে টানা ৭ দিন বঙ্গে তাণ্ডব চালাবে নিম্নচাপ! জারি সতর্কতা
বৃহস্পতিবার রাতে পটনাতেই থাকার কথা তাঁর৷ তারপর ৩০ মে সকালে প্রধানমন্ত্রী বিহারের ভক্তিয়ারপুরে একটি বিশাল সমাবেশে যোগ দেবেন। প্রসঙ্গত, এই বছরের শেষের দিকে বিহারে নির্বাচন।
এরপর, প্রধানমন্ত্রী মোদি ৩০ মে বিকেলে কানপুর যাবেন এবং পহেলগাঁও হামলায় নিহত শুভম দ্বিবেদির পরিবারের সাথে দেখা করবেন। প্রধানমন্ত্রী মোদি কানপুরের সিএসএ গ্রাউন্ডে একটি জনসভাও করবেন বলে জানা গিয়েছে।
আগামী ৩১ মে-ও ভোপালে একটি জনসভায় যোগ দেবেন তিনি৷ এটি সম্পূর্ণ মহিলাদের সমাবেশ হবে৷ অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে তাই এই সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ।