তিনি আবেদন করেছেন সাধারণ নাগরিকদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য৷ গণতন্ত্রকে আরও শক্তিশালী করার কথা উল্লেখ করেছেন দেশের প্রধানমন্ত্রী৷ তিনি বিশেষ জোর দিয়েছেন কম বয়সি ভোটারদের প্রতি৷ তারাই দেশের ভবিষ্যৎ৷ তাঁদের হাত ধরেই আগামিদিনে উন্নয়নের পথে হাঁটবে দেশ৷ ট্যুইটে এই বার্তাই দিতে চেয়েছেন মোদি৷
advertisement
আজ, মঙ্গলবার, ৬ এপ্রিল ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে৷ তৃতীয় পর্বের ভোটগ্রহণ পশ্চিমবঙ্গ (West Bengal Assembly Election 2021) এবং অসমে (Assam)। তামিলনাড়ু, (Tamil Nadu) কেরল (Kerala) এবং পুডুচেরিতেও (Puducherry) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এই তিনটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এক দফাতেই ভোট৷ অন্যদিকে, অসমে আজ তৃতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলায় ১০, ১৭, ২২, ২৬ এবং ২৯ এপ্রিল হবে পরবর্তী ভোট। সব রাজ্যের ফলাফল ঘোষণা হবে ২ মে৷ভোটগ্রহণকে সামনে রেখে সব রাজ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। করোনার বাড়বাড়ন্তের মধ্যে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনও এব্যাপারে বিশেষ ব্যবস্থা করেছে। ২৬ ফেব্রুয়ারি ৫ রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণার সময় কমিশন জানিয়েছিল যে, এটি করোনার বিধিনিষেধ অনুসরণ করার জন্য বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।