১৭ জানুয়ারি থেকে ৩ রাশির জীবনে আসছে অর্থ, সাফল্য ও খ্যাতির যোগ! আপনিও কি আছেন তালিকায়?
এরপর দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে মালদায় একটি জনসমাবেশে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ আরও মজবুত করার লক্ষ্যে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
advertisement
এই সফরে পশ্চিমবঙ্গে চারটি বড় রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেললাইন নির্মাণ, নিউ জলপাইগুড়িতে পরবর্তী প্রজন্মের পণ্যবাহী ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন, শিলিগুড়ি লোকো শেডের আধুনিকীকরণ এবং জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ সুবিধার উন্নয়ন। এই প্রকল্পগুলির ফলে যাত্রী ও পণ্য পরিবহণ আরও শক্তিশালী হবে, উত্তরবঙ্গে লজিস্টিক দক্ষতা বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নিউ কোচবিহার–বামনহাট এবং নিউ কোচবিহার–বক্সিরহাট রেললাইনের বৈদ্যুতীকরণ প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই প্রকল্পের মাধ্যমে দ্রুততর, পরিচ্ছন্ন ও আরও শক্তি-সাশ্রয়ী ট্রেন চলাচল সম্ভব হবে।
এছাড়াও প্রধানমন্ত্রী কার্যত চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন। এই ট্রেনগুলি হল নিউ জলপাইগুড়ি–নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি–তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার–এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এবং আলিপুরদুয়ার–মুম্বই (পানভেল) অমৃত ভারত এক্সপ্রেস। এই পরিষেবাগুলি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য দীর্ঘ দূরত্বের রেল যোগাযোগকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ যাত্রী, শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের যাতায়াতে সুবিধা দেবে।
প্রধানমন্ত্রী এলএইচবি কোচযুক্ত রাধিকাপুর–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং বালুরঘাট–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস—এই দুটি নতুন ট্রেন পরিষেবারও উদ্বোধন করবেন। এর ফলে এই অঞ্চলের যুবক, শিক্ষার্থী ও আইটি পেশাদাররা বেঙ্গালুরুর মতো বড় আইটি ও কর্মসংস্থান কেন্দ্রে সরাসরি, সুরক্ষিত ও আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন।
রোড পরিকাঠামোর ক্ষেত্রেও বড় ঘোষণা রয়েছে। প্রধানমন্ত্রী ন্যাশনাল হাইওয়ে ৩১ডি-এর ধূপগুড়ি–ফালাকাটা অংশের পুনর্নির্মাণ ও চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্প উত্তরবঙ্গের আঞ্চলিক সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহণে গতি আনবে।
১৮ জানুয়ারি দুপুর প্রায় ৩টায় প্রধানমন্ত্রী হুগলি জেলার সিঙ্গুরে প্রায় ৮৩০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফ্ল্যাগ অফ করবেন। এই সফরের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
