TRENDING:

Agnipath: অগ্নিপথে কীভাবে নিয়োগ, কী পরিকল্পনা? আজ তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে মোদি

Last Updated:

যে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তারাও এবার অগ্নিপথের বিরোধিতায় সরব হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় যতই বিক্ষোভ চলুক না কেন, এই পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে পিছিয়ে যেতে নারাজ কেন্দ্রীয় সরকার৷ আজ, মঙ্গলবার অগ্নিপথ প্রকল্প নিয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত ব্যাখ্যা করবেন তিন বাহিনীর প্রধান৷ পাশাপাশি কীভাবে এই পরিকল্পনার বাস্তবায়ন হবে, তাও নরেন্দ্র মোদিকে জানাবেন তাঁরা৷ যদিও এই বৈঠক নিয়ে এখনও সরকারি ভাবে কিছুই জানানোহয়নি৷
অগ্নিপথ প্রকল্প নিয়ে আজ বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী৷ Photo- Reuters
অগ্নিপথ প্রকল্প নিয়ে আজ বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী৷ Photo- Reuters
advertisement

গত ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ তার পর থেকেই দেশজুড়ে প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ দিনে দিনে সেই বিক্ষোভ আরও বেড়েছে৷ বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্যে বিক্ষোভ রীতিমতো হিংসাত্মক চেহারা নেয়৷ পোড়ানো হয়েছে বহু ট্রেন, ভাঙচুর করা হয়েছে রেল স্টেশন৷ অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা৷

আরও পড়ুন: সেনার নামে ক্যাডার তৈরি করছে বিজেপি, 'অগ্নিপথ' নিয়ে রণংদেহী মমতা

advertisement

যে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তারাও এবার অগ্নিপথের বিরোধিতায় সরব হয়েছে৷ অগ্নিপথ প্রকল্পকে কৃষকদের বিরুদ্ধে সরকারের আরও একটি চক্রান্ত বলে উল্লেখ করেছে এই সংগঠন৷ অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় চলতে থাকা বিক্ষোভকে সমর্থন জানালেও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে তারা৷ অগ্নিপথ প্রকল্পকে দেশ বিরোধী, কৃষক বিরোধী এবং সেনা বিরোধী বলে দাবি করেছে সংযুক্ত কিষাণ মোর্চা৷ আগামী ২৪ জুন কেন্দ্রের এই নতুন নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে দেশজোড়া প্রতিবাদের ডাকও দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কংগ্রেস নেতা রাহুল গান্ধি ইতিমধ্যেই দাবি করেছেন, কৃষি আইনের মতো মোদি সরকারকে অগ্নিপথ প্রকল্পও ফেরত নিতে হবে৷ সোমবার অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভকারীরা দেশ জুড়ে বনধের ডাক দিলেও তাতে অবশ্য খুব একটা সাড়া মেলেনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Agnipath: অগ্নিপথে কীভাবে নিয়োগ, কী পরিকল্পনা? আজ তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল