গত ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ তার পর থেকেই দেশজুড়ে প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ দিনে দিনে সেই বিক্ষোভ আরও বেড়েছে৷ বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্যে বিক্ষোভ রীতিমতো হিংসাত্মক চেহারা নেয়৷ পোড়ানো হয়েছে বহু ট্রেন, ভাঙচুর করা হয়েছে রেল স্টেশন৷ অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা৷
আরও পড়ুন: সেনার নামে ক্যাডার তৈরি করছে বিজেপি, 'অগ্নিপথ' নিয়ে রণংদেহী মমতা
advertisement
যে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তারাও এবার অগ্নিপথের বিরোধিতায় সরব হয়েছে৷ অগ্নিপথ প্রকল্পকে কৃষকদের বিরুদ্ধে সরকারের আরও একটি চক্রান্ত বলে উল্লেখ করেছে এই সংগঠন৷ অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় চলতে থাকা বিক্ষোভকে সমর্থন জানালেও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে তারা৷ অগ্নিপথ প্রকল্পকে দেশ বিরোধী, কৃষক বিরোধী এবং সেনা বিরোধী বলে দাবি করেছে সংযুক্ত কিষাণ মোর্চা৷ আগামী ২৪ জুন কেন্দ্রের এই নতুন নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে দেশজোড়া প্রতিবাদের ডাকও দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা৷
কংগ্রেস নেতা রাহুল গান্ধি ইতিমধ্যেই দাবি করেছেন, কৃষি আইনের মতো মোদি সরকারকে অগ্নিপথ প্রকল্পও ফেরত নিতে হবে৷ সোমবার অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভকারীরা দেশ জুড়ে বনধের ডাক দিলেও তাতে অবশ্য খুব একটা সাড়া মেলেনি৷