TRENDING:

Omicron situation in India: লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! আগামিকাল পর্যালোচনা বৈঠকে নরেন্দ্র মোদি

Last Updated:

এখনও পর্যন্ত দিল্লিতে ৫৭ জন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রন স্ট্রেনের খোঁজ মিলেছে৷ মহারাষ্ট্রে খোঁজ মিলেছে ৫৪ জন আক্রান্তের (Omicron situation in India)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ভারতে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ২১৩-তে গিয়ে পৌঁছেছে৷ করোনার নতুন এই স্ট্রেন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে৷ সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্র এবং দিল্লিতে৷ এই পরিস্থিতিতে আগামিকাল দেশের করোনা পরিস্থিতি এবং বিশেষত ওমিক্রন সংক্রমণের ঝুঁকি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ (COVID-19) হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন। বৃহস্পতিবারও যা ছিল ১৩ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ২২০ জন। প্রতীকী ছবি৷
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ (COVID-19) হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন। বৃহস্পতিবারও যা ছিল ১৩ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ২২০ জন। প্রতীকী ছবি৷
advertisement

এখনও পর্যন্ত দিল্লিতে ৫৭ জন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রন স্ট্রেনের খোঁজ মিলেছে৷ মহারাষ্ট্রে খোঁজ মিলেছে ৫৪ জন আক্রান্তের৷ তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরল এবং গুজরাতের মতো রাজ্যগুলিতেও বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷

আরও পড়ুন: এ কী বিড়ম্বনা! গ্রামের নাম শুনেই ভয় পাচ্ছে মানুষ! কী রয়েছে ওই গ্রামে?

এর পাশাপাশি জম্মু কাশ্মীর, ওড়িশা, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, চণ্ডীগড়, লাদাখ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও মিলেছে ওমিক্রন আক্রান্তের খোঁজ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওমিক্রন সংক্রমণ রুখতে প্রত্যেকটি রাজ্যকে বিশেষ পরামর্শ পাঠিয়েছে কেন্দ্র৷ রাজ্যগুলিকেবলা হয়েছে, ওমিক্রন আক্রান্তদের দ্রুত চিহ্নিত করতে এবং সংক্রমণ রুখতে 'ওয়ার রুম' চালু করতে হবে৷ ফিরিয়ে আনতে হবে নাইট কারফিউ-এর মতো কড়া বিধিনিষেধ৷ পাশাপাশি নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা এবং ভিড় নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে৷

advertisement

আরও পড়ুন: Covishield অক্ষম, Coronavirus new variant Omicron-এ কাজ দেয় শুধু ‘এই’ দুই ভ্যাকসিন- রিসার্চে দাবি

কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো ওই চিঠিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও মনে করিয়ে দেওয়া হয়েছে যে ওমিক্রনের পাশাপাশি এখনও দেশের বিভিন্ন প্রান্তে করোনার ডেল্টা স্ট্রেন-এর উপস্থিতিরও প্রমাণ মিলেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে মোট নমুনা পরীক্ষার ৭৩ শতাংশের মধ্যে ওমিক্রন স্ট্রেনের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ গত সপ্তাহেই যে সংখ্যাটা ছিল ৩ শতাংশের আশে পাশে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও সতর্ক করে জানানো হয়েছে, ডেল্টার তুলনায় অনেক বেশি সংক্রামক ওমিক্রন৷ এমন কি, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন অথবা করোনা থেকে সেরে উঠেছেন, তাঁদেরকেও কাবু করে ফেলছে এই মারণ স্ট্রেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Omicron situation in India: লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! আগামিকাল পর্যালোচনা বৈঠকে নরেন্দ্র মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল