এখনও পর্যন্ত দিল্লিতে ৫৭ জন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রন স্ট্রেনের খোঁজ মিলেছে৷ মহারাষ্ট্রে খোঁজ মিলেছে ৫৪ জন আক্রান্তের৷ তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরল এবং গুজরাতের মতো রাজ্যগুলিতেও বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷
আরও পড়ুন: এ কী বিড়ম্বনা! গ্রামের নাম শুনেই ভয় পাচ্ছে মানুষ! কী রয়েছে ওই গ্রামে?
এর পাশাপাশি জম্মু কাশ্মীর, ওড়িশা, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, চণ্ডীগড়, লাদাখ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও মিলেছে ওমিক্রন আক্রান্তের খোঁজ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওমিক্রন সংক্রমণ রুখতে প্রত্যেকটি রাজ্যকে বিশেষ পরামর্শ পাঠিয়েছে কেন্দ্র৷ রাজ্যগুলিকেবলা হয়েছে, ওমিক্রন আক্রান্তদের দ্রুত চিহ্নিত করতে এবং সংক্রমণ রুখতে 'ওয়ার রুম' চালু করতে হবে৷ ফিরিয়ে আনতে হবে নাইট কারফিউ-এর মতো কড়া বিধিনিষেধ৷ পাশাপাশি নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা এবং ভিড় নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে৷
advertisement
আরও পড়ুন: Covishield অক্ষম, Coronavirus new variant Omicron-এ কাজ দেয় শুধু ‘এই’ দুই ভ্যাকসিন- রিসার্চে দাবি
কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো ওই চিঠিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও মনে করিয়ে দেওয়া হয়েছে যে ওমিক্রনের পাশাপাশি এখনও দেশের বিভিন্ন প্রান্তে করোনার ডেল্টা স্ট্রেন-এর উপস্থিতিরও প্রমাণ মিলেছে৷
ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে মোট নমুনা পরীক্ষার ৭৩ শতাংশের মধ্যে ওমিক্রন স্ট্রেনের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ গত সপ্তাহেই যে সংখ্যাটা ছিল ৩ শতাংশের আশে পাশে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও সতর্ক করে জানানো হয়েছে, ডেল্টার তুলনায় অনেক বেশি সংক্রামক ওমিক্রন৷ এমন কি, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন অথবা করোনা থেকে সেরে উঠেছেন, তাঁদেরকেও কাবু করে ফেলছে এই মারণ স্ট্রেন৷