দেশনায়ক নেতাজির ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র রাখা রয়েছে এখানেই ৷ নেতাজির স্মৃতিবিজড়িত সেই সব আসবাবপত্র ঘুরে দেখেন মোদি ৷ আর এখানেই প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিল একটা বিরাট চমক ৷ এখানেই স্বয়ং নেতাজির ব্যবহার করা টুপিটি নিয়ে অপেক্ষা করছিলেন বসু পরিবারের সদস্যরা ৷ আর সেই টুপিটিই নেতাজির পরিবারের তরফে মোদিকে উপহার হিসেবে প্রদান করা হয় ৷ এই নামী উপহার পেয়ে স্বভাবতই আপ্লুত নরেন্দ্র মোদি ৷
advertisement
প্রধানমন্ত্রী নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘নেতাজি ব্যবহার করতেন এই টুপিটি ৷ বসু পরিবারের কাছে আমি কৃতজ্ঞ, আমায় এই টুপিটি উপহার হিসেবে দেওয়ার জন্য ৷ এই টুপিটি লালকেল্লার ক্রান্তি মন্দিরে সঙ্গে সঙ্গে রাখা হয়েছে ৷ আমি আশা রাখছি, ইয়াংস্টাররা ক্রান্তি মন্দিরে আসবে ৷ এবং নেতাজির জীবন থেকে অনুপ্রেরণা পাবেন ৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2019 3:57 PM IST