TRENDING:

নেতাজির মাথার টুপি মোদিকে উপহার দিল বসু পরিবার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গোটা বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২২তম জন্মদিন ৷ দেশের বিভিন্নপ্রান্তে নেতাজি স্মরণে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান ৷ এদিন সকালে লালকেল্লায় সুভাষ চন্দ্র বোস মিউজিয়ামে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

দেশনায়ক নেতাজির ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র রাখা রয়েছে এখানেই ৷ নেতাজির স্মৃতিবিজড়িত সেই সব আসবাবপত্র ঘুরে দেখেন মোদি ৷ আর এখানেই প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিল একটা বিরাট চমক ৷ এখানেই স্বয়ং নেতাজির ব্যবহার করা টুপিটি নিয়ে অপেক্ষা করছিলেন বসু পরিবারের সদস্যরা ৷ আর সেই টুপিটিই নেতাজির পরিবারের তরফে মোদিকে উপহার হিসেবে প্রদান করা হয় ৷ এই নামী উপহার পেয়ে স্বভাবতই আপ্লুত নরেন্দ্র মোদি ৷

advertisement

প্রধানমন্ত্রী নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘নেতাজি ব্যবহার করতেন এই টুপিটি ৷ বসু পরিবারের কাছে আমি কৃতজ্ঞ, আমায় এই টুপিটি উপহার হিসেবে দেওয়ার জন্য ৷ এই টুপিটি লালকেল্লার ক্রান্তি মন্দিরে সঙ্গে সঙ্গে রাখা হয়েছে ৷ আমি আশা রাখছি, ইয়াংস্টাররা ক্রান্তি মন্দিরে আসবে ৷ এবং নেতাজির জীবন থেকে অনুপ্রেরণা পাবেন ৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
নেতাজির মাথার টুপি মোদিকে উপহার দিল বসু পরিবার