TRENDING:

দাসত্বের চিহ্ন থেকে কর্তব্যের পথে, কর্তব্য পথের উদ্বোধনের অনুষ্ঠানে বললেন মোদি

Last Updated:

আলোক মালায় সাজানো কর্তব্য পথের উদ্বোধনে বৃহস্পতিবার হাজির ছিলেন কেন্দ্রের মন্ত্রীরা, ছিলের বিভিন্ন মহলের মানুষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কর্তব্য পথের উদ্বোধনী অনুষ্ঠানকে এক নতুন যুগের সূচনা হিসাবে চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসাবে বৃহস্পতিবার ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি তিনি নব নামাঙ্কিত রাজপথ, কর্তব্য পথেরও উদ্বোধন করেন তিনি৷ তার পর ভাষণে বলেন, ‘‘এ এক নতুন যুগের সূচনা হল৷ ভারত দাসত্বের রাস্তার থেকে কর্তব্যের পথে চালিত হল৷’’
উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ মোদির
উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ মোদির
advertisement

আলোক মালায় সাজানো কর্তব্য পথের উদ্বোধনে বৃহস্পতিবার হাজির ছিলেন কেন্দ্রের মন্ত্রীরা, ছিলের বিভিন্ন মহলের মানুষ৷ মোদি তাঁর ভাষণে বলেন, ‘‘ঔপনিবেশিকতার চিহ্ন বহন করত এই রাজার পথ, অর্থাৎ রাজপথ৷ তা আজ থেকে চিরকালের জন্য মুছে দেওয়া গেল৷ পাশাপাশি নেতাজির মূর্তির বিষয়ে তিনি বললেন, নতুন স্বনির্ভর ভারতের প্রতীক হয়ে রইল এই নেতাজির মূর্তি৷ তিনি কর্তব্য পথ সম্পর্কে আরও বলেন, ‘‘রাজপথ হল ব্রিটিশ আমলের শাসকের নাম বহন করা পথ, যাঁরা ভারতের মানুষকে দাস মনে করতেন৷ এটি ঔপনিবেশিকতার চিহ্ন বহন করে চলে৷ আমি দেশের মানুষকে শুভেচ্ছা জানাই৷’’

advertisement

আরও পড়ুন: 'ঘ্যাচাং ফুঁ'... এবার 'বিশেষ' 'বিশেষ' বিধায়কদের 'চাকরির রিকোয়েস্ট' নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার! করলেন সতর্কও

আরও পড়ুন: 'সাংঘাতিক বিপজ্জনক চোর...!' কাকে বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য? দেবযানী প্রসঙ্গে 'বিস্ফোরক' মন্তব্য

কেন্দ্রীয় সরকারের এই ঐতিহাসিক প্রকল্প উদ্বোধনের মুহূর্তে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে৷ বলিউডের গায়ক মোহিত চৌহান বলেছেন, এটি একটি অসাধারণ উদ্যোগ৷ দেশের স্বাধীনতার যোদ্ধাদের আমাদের সব সময় এ ভাবেই শ্রদ্ধা জানানো উচিত৷ কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, দেশের মানুষের উন্নয়নে সবসময় নিয়োজিত থাকা আমাদের একান্ত কর্তব্য৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক কর্মসূচি রয়েছে৷ প্রধানমন্ত্রী প্রথমে ইন্ডিয়া গেটের উদ্বোধন করেছেন৷ তার পর তিনি গিয়েছিলেন নবনির্মিত সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের একটি প্রদর্শনীতে৷ তার পর তিনি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণে কর্মরত কর্মীদের সঙ্গে দেখা করেন৷ তিনি জানিয়েছেন, যে শ্রমজীবীরা সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নির্মাণে কাজ করেছেন, ২৬ জানুয়ারির প্যারেডে তিনি তাঁদের আমন্ত্রণ জানাবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দাসত্বের চিহ্ন থেকে কর্তব্যের পথে, কর্তব্য পথের উদ্বোধনের অনুষ্ঠানে বললেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল