এ দিন লোকসভায় রাষ্ট্রপতির বক্তব্যের উপরে জবাবি ভাষণ রাখতে গিয়ে কংগ্রেসকেই নিশানা করেন প্রধানমন্ত্রী৷ কংগ্রেসকে গরিব, কৃষক বিরোধী বলেও আক্রমণ করেন নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, 'আজকে দেশের গরিব মানুষ গ্যাস সংযোগ পাচ্ছেন, বাড়ি, শৌচালয় পাচ্ছেন৷ তাঁদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে৷ কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কিছু মানুষের ভাবনাচিন্তা এখনও ২০১৪ সালে আটকে রয়েছে৷'
advertisement
আরও পড়়ুন: জেড ক্যাটাগরির নিরাপত্তা নিন, ওয়াইসিকে আবেদন অমিত শাহের, সংসদে বললেন তদন্তের কথাও
কংগ্রেসকে বিঁধে প্রধানমন্ত্রী ব্যঙ্গাত্মক ভাবে আরও বলেন, 'আপনারা আমার বিরোধিতা করতেই পারেন৷ কিন্তু ফিট ইন্ডিয়া মুভমেন্ট বা অন্যান্য প্রকল্পগুলির বিরোধিতা করছেন কেন? ফলে আপনারা যে এত বছর ধরে ক্ষমতায় নেই, তাতে অবাক হওয়ার কিছু নেই! আপনাদের আচার আচরণ দেখে স্পষ্ট, আগামী একশো বছরেও ক্ষমতায় আসার ইচ্ছে নেই৷'
কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী আরও বলেন, তাদের আমলে তৈরি হওয়া ঝাড়খণ্ড, তেলেঙ্গানার মতো রাজ্যেও হারের মুখ দেখতে হয়েছে কংগ্রেস৷ নরেন্দ্র মোদির কটাক্ষ, এত বছর ধরে হারের পরেও কংগ্রেসের অহঙ্কার ঘোচেনি৷
মোদি সরকারকে কৃষক বিরোধী বলে গত কয়েকমাসে সুর চড়িয়েছিল কংগ্রেস সহ বিরোধীরা৷ এ দিন অবশ্য নাম না করে পাল্টা কংগ্রেসকেই কৃষক বিরোধী বলে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী৷ তাঁর আরও দাবি, ফ্রেট করিডরের মতো যে প্রকল্পগুলি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে শুরু হয়েছিল, সেই প্রকল্পগুলির কাজেও ২০১৪ সালের পর থেকে গতি এসেছে৷ মোদির প্রশ্ন, 'এত বছর ক্ষমতায় থাকার পরেও কংগ্রেস কেন চারধামের রাস্তাকে সব ধরনের আবহাওয়াতে যাতায়াতের উপযোগী করার কথা ভাবল না?'
আরও পড়়ুন: 'আপনার সন্তান...', নরেন্দ্র মোদির মা'কে গুজরাটিতে চিঠি লিখে কী বলেছিলেন লতা?
প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, করোনা অতিমারির মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলি যেখানে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরে আসতে উৎসাহ দিয়েছে, সেখানে মহারাষ্ট্রের মতো রাজ্যে ক্ষমতায় থেকেও পরিযায়ী শ্রমিকদের উস্কানি দিয়েছে কংগ্রেস৷
এ দিন তাঁর সরকারের সাফল্যেরও বিশদে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ দাবি করেছেন করোনা অতিমারির ধাক্কা সামলে কীভাবে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলির মধ্যে অন্যতম দ্রুত গতিতে বেড়ে চলেছে ভারত৷ নরেন্দ্র মোদির অবশ্য আক্ষেপের সুরে বলেন, দেশ যখন এত দ্রুত গতিতে উন্নতির পথে এগোচ্ছে, তখন সকাল থেকেই কংগ্রেস নেতারা তাঁর সরকারের বিরোধিতায় নেমে পড়েন৷ প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখছেন, তখন বার বার প্রতিবাদে সরব হন অধীররঞ্জন চৌধুরী সহ কংগ্রেস সাংসদরা৷ নরেন্দ্র মোদি অবশ্য কটাক্ষ করে বলেন, 'যাঁরা ইতিহাস থেকে শিক্ষা নেন না, তারা নিজেরাই ইতিহাসের গহ্বরে তলিয়ে যান!'