তিনি এমনও উল্লেখ করেছেন, তিনি কখনও ভারতে যাননি এবং ফেব্রুয়ারি মাসের এই সফরটি তাঁর প্রথম ভারত সফর হবে। ওই পডকাস্টার জানান, তিনি ভারতের ঐতিহাসিক সংস্কৃতি এবং বিবিধ মানুষের অভিজ্ঞতা শুনতে উত্তেজিত বোধ করছেন।
আরও পড়ুন: হয় মৃত্যুদণ্ড, নয় আমৃত্যু জেল! দোষী সাব্যস্ত হতেই জেলে ফিরে এ কী করলেন সঞ্জয়! শুনে চমকে উঠবেন
advertisement
ফ্রিডম্যান নিজের X-হ্যান্ডেলে পোস্ট করেছেন, “আমি ফেব্রুয়ারির শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি পডকাস্ট করব। আমি কখনও ভারতে যাইনি, তাই আমি অবশেষে ভারত ভ্রমণ করতে এবং এর উজ্জ্বল, ঐতিহাসিক সংস্কৃতি এবং এই দেশের অসাধারণ মানুষের নানান দিকের অভিজ্ঞতা নিতে উত্তেজিত বোধ করছি।”
ফ্রিডম্যান জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর বৈশ্বিক প্রভাব সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী মোদির উদ্যোগ, যেমন ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এবং দেশে এআই-এর বৃদ্ধি এই পডকাস্টের বিষয় হতে পারে।
এই মার্কিন পডকাস্টার এখনও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে পডকাস্ট করেছেন, যার মধ্যে বিজ্ঞান, ক্রীড়া এবং রাজনৈতিক জগতের বিশিষ্টরা রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলা সিইও এলন মাস্ক, অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ফেসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর পডকাস্টে এখন পর্যন্ত উপস্থিত হওয়া কিছু বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন।
প্রসঙ্গত, চলতি মাসেই জেরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে জীবনের প্রথম পডকাস্টে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পডকাস্ট তুমুল জনপ্রিয়ও হয়। এবার মার্কিন পডকাস্টার ফ্রিডম্যানের সঙ্গে পডকাস্টে বসতে চলেছেন তিনি।