ওড়িশার ভুবনেশ্বরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানেই এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের রীতিমতো একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী৷ বলেছেন, গণেশ পুজো নিয়ে যারা রাজনীতি করছেন, তারাই দেশকে টুকরো টুকরো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরে৷ আসলে তারা গণেশ পুজোকে নিয়ে মানুষের উৎসাহ মেনে নিতে পারছে না৷
আরও পড়ুন : প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবা-মায়ের চিঠি! কী অনুরোধ জানিয়েছে পরিবার?
advertisement
এক সমাবেশে ভাষণ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, গণেশ উৎসব দেশের মানুষের কাছে শুধু বিশ্বাসের বিষয় নয়, এটা এমন একটা উৎসব যেখানে সমস্ত ধর্মের মানুষ অংশ নেন, উপভোগ করেন৷
মোদির কথায়, “স্বাধীনতার লড়াইয়ের সময় এই গণেশ পুজো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। আজও, যখন গণেশ পূজা হয়, তখন সমস্ত সম্প্রদায়ের লোকেরা এতে অংশ নেয়।” এই ব্যাপারটাকে বিরোধীরা কেন ইস্যু করছে, বুঝতে পারছেন না প্রধানমন্ত্রী৷ তিনি এর মধ্যে বিরোধীদের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলেও জানিয়েছেন৷
আরও পড়ুন : ‘সফট নেশন’ থেকে আজ ভারত আগ্রাসী শক্তি, মোদির নেতৃত্বে ভারতের জয়রথ দেখছে গোটা বিশ্ব
মোদির কথায়, “ব্রিটিশ আমলে গণেশ উৎসব আয়োজন করতে গেলে বহু সমস্যার সম্মুখীন হতে হত সাধারন মানুষকে৷ এতদিন পর সেই ব্যাপারটাই ফের সামনে চলে এসেছে৷” শেষ নয়, মোদি এর সঙ্গে যোগ করেছেন, “একটা ব্যাপার নিশ্চিত, আজও যাঁরা দেশ ও সমাজকে বিভক্ত করতে চান, গণেশ উৎসব নিয়ে তাঁদের সমস্যাই প্রবল।”
এরপরেই কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলিকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, “দেশের প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পূজায় অংশ নিয়েছিলাম আমি। আর সেই কারণে কংগ্রেস এবং বাকি বিরোধী দলগুলি হতাশ হয়ে পড়েছে। কর্ণাটকে, এই লোকগুলোই গণেশের মূর্তিকে কারাগারের পিছনে রেখে দেয়। এমন ঘৃণা দেশের জন্য সাংঘাতিক৷”
ঘটনার সূত্রপাত কী ভাবে? ১১ সেপ্টেম্বর এক ভিডিয়োতে দেখা যায়, দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং তাঁর স্ত্রী মোদীকে তাঁদের বাড়িতে স্বাগত জানাচ্ছেন৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়, এবং তারপরই শুরু হয়েছে বিতর্ক।
ভিডিওটিকে সামনে রেখে বিরোধীরা বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
বিরোধীদের বিতর্কে জল ঢেলে মোদি জানিয়েছেন, ব্যাপারটা তারা যা ভাবছেন আসলে তা নয়৷ ভারতের প্রধান বিচারপতির বাড়িতে তিনি শুধু গণেশ উৎসবে যোগ দিতেই গিয়েছিলেন৷ আর এটাকে নিয়ে বিতর্কের কিছু নেই, কারণ এটা ভারতীয় সংস্কৃতির অংশ৷