TRENDING:

Modi in Manipur: ‘শান্তি না থাকলে উন্নয়নও হবে না,’ হিংসার পরে মণিপুরে প্রথম পা রেখে, বার্তা মোদির

Last Updated:

এদিন চূড়াচাঁদপুরের সভায় যাওয়ার আগে হিংসায় আক্রান্ত পরিবারে সদস্যদের সঙ্গে কথা বলেন মোদি৷ তাঁদের থেকে উপহারও গ্রহণ করেন৷ চূড়াচাঁদপুর জোর জন্য প্রায় ৭৩০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইম্ফল: ২০২৩ এ শুরু হয়েছিল মণিপুর হিংসা৷ তারপর থেকে বিরোধীরা একাধিক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুরে না যাওয়া নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা৷ অবশেষে, দু’বছর পরে সেই মণিপুরে পা রাখলেন মোদি৷ দিলেন শান্তির বার্তা৷ জানালেন, স্থায়িত্ব, বিচার এবং সত্য না থাকলে কোনও জায়গার উন্নতিসাধন সম্ভব হয় না৷
News18
News18
advertisement

শনিবার মিজোরামের আইজলে রেল প্রকল্প উদ্বোধন করার পরে মণিপুরের আইজলে পৌঁছন মোদি৷ সেখানে চূড়াচাঁদপুরে একাধিক প্রকল্প উদ্বোধনের পরে জনসাধারণের উদ্দেশ্য রাখেন বার্তা৷

মণিপুরের মানুষকে মোদি আশ্বাস দেন, ‘‘আমি সমস্ত সংগঠনের কাছে আর্জি জানাচ্ছি, যেন তাঁরা একসাথে শান্তিতে থাকেন, নিজেদের স্বপ্নপূরণ করেন এবং নিজেদের সন্তানের জন্য আরও ভাল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন৷’’

advertisement

আরও পড়ুন : বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ

হিংসার অতীত স্মরণ না করেও এদিন উল্লেখযোগ্য মন্তব্য করেন মোদি৷ বলেন, ‘‘মণিপুর- যে মাটি একসময় আশা এবং স্বপ্ন বুনত, তা হিংসার কবলে পড়ে যায়৷ কোনও জায়গার উন্নতিসাধন করতে হলে, সত্য এবং বিচারের পাশাপাশি শান্তিও প্রয়োজন৷’’

advertisement

২০২৩ সালের মে মাস থেকে সংরক্ষণ ইস্যুতে মূল উপত্যকার মেইতেই উপজাতি ও পাহাড়ি কুকি উপজাতির মধ্যে সংঘর্ষ বাধে৷ দীর্ঘদিন ধরে চলা সেই সংঘর্ষে প্রায় ২৬০ জনের মৃত্যু হয়৷ নেকেড প্যারেড থেকে শুরু করে ধর্ষণ,মহিলারাও লাঞ্ছিত হন বিভিন্ন ঘটনায়৷ বাড়িছাড়া হন প্রায় ৫০ হাজার মানুষ৷

আরও পড়ুন : গল্ফগ্রিনে বৃদ্ধের রহস্যমৃত্যু! সিঁড়ির সামনেই উদ্ধার দেহ, জামাইকে আটক করল পুলিশ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন চূড়াচাঁদপুরের সভায় যাওয়ার আগে হিংসায় আক্রান্ত পরিবারে সদস্যদের সঙ্গে কথা বলেন মোদি৷ তাঁদের থেকে উপহারও গ্রহণ করেন৷ চূড়াচাঁদপুর জোর জন্য প্রায় ৭৩০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মোদি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Modi in Manipur: ‘শান্তি না থাকলে উন্নয়নও হবে না,’ হিংসার পরে মণিপুরে প্রথম পা রেখে, বার্তা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল