Narendra Modi: বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ
- Published by:Satabdi Adhikary
- Reported by:Susmita Mondal
Last Updated:
ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মহালয়ার আগেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। আগামিকাল, ১৪ সেপ্টেম্বর কলকাতায় পা রাখবেন প্রধানমন্ত্রী। পরেরদিন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
কলকাতা: ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহালয়ার আগেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। আগামিকাল, রবিবার ১৪ সেপ্টেম্বর কলকাতায় পা রাখবেন তিনি৷ পরেরদিন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর তিনি বিহারে যাবেন। আজ মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে অসম হয়ে পশ্চিমবঙ্গে আসবেন তিনি।
জানা গিয়েছে, রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। ৫ টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে ৬.১০ মিনিটে রাজভবনে পৌঁছবেন তিনি। সেখানে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী মোদী। আগামী সোমবার , ১৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ৩০ মিনিটে ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সকাল ৯.৩০ থেকে ১ টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মসূচি রয়েছে। সেখানেই যোগ দেবেন।
advertisement
advertisement
সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর, দুপুর ১ টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সেখান থেকে বিহারে যাবেন তিনি। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে।
advertisement
১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিন বাহিনীর প্রধান, ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারাও থাকবেন।
আরও পড়ুন: এই রবিবার ফের SSC, দেহতল্লাশি থেকে অ্যাডমিটের নিয়ম কী কী, আগে থেকে জানাল কমিশন
advertisement
সেনার আগামিদিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে।বাংলার মাটি থেকে একাধিক কৌশলগত বৈঠকের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রতিরক্ষা নীতি ও সেনার আগামী দিনের রণনীতি নির্ধারণে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান ও সিডিএস অনিল চৌহান। সেখানে সীমান্ত কৌশল এবং সেনার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি নিয়েই হবে আলোচনা বলে খবর সূত্রের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
September 13, 2025 11:21 AM IST