TRENDING:

Narendra Modi: অসম সফরে উত্তর-পূর্ব ভারতকে বিশেষ 'গিফট' নরেন্দ্র মোদির! কী কী বললেন প্রধানমন্ত্রী জানুন...

Last Updated:

Narendra Modi: অসমের দুই দিনের সফরে এসে একাধিক বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী কী বললেন তিনি জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: অসমের দুই দিনের সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি একাধিক বিষয়ে কথা বলেন। তিনি এমনও বলেন যে, কেন্দ্রীয় সরকারের অধীনে আসামের উন্নতি গ্রাফ দুরন্ত।
আসাম সফরে উত্তর-পূর্ব ভারতকে বিশেষ 'গিফট' নরেন্দ্র মোদির! কী কী বললেন প্রধানমন্ত্রী জানুন...
আসাম সফরে উত্তর-পূর্ব ভারতকে বিশেষ 'গিফট' নরেন্দ্র মোদির! কী কী বললেন প্রধানমন্ত্রী জানুন...
advertisement

প্রধানমন্ত্রী জানিয়েছেন, একসময় কেন্দ্রীয় সরকারের অবহেলিত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এখন বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে দ্রুত বিকাশের পথে এগোচ্ছে। তিনি আরও দাবি করেন যে, তিনি নিজেই এখন এই অঞ্চলের “ব্র্যান্ড অ্যাম্বাসাডর” হয়ে উঠেছেন।

আরও পড়ুন: বার্ড ফ্লুর দাপটে দ্রুত কমছে চিকেনের দাম! সুযোগ বুঝে চড়া দামে বিক্রি হচ্ছে মাটন, মাছ, কোথায় জানুন…

advertisement

গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে ঝুমুর নৃত্যানুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী অসম ও উত্তর-পূর্ব ভারতের রূপান্তরমূলক পরিবর্তনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, “একসময় অসম ও উত্তর-পূর্ব ভারত অবহেলিত ছিল, কিন্তু আজ মোদি এই অঞ্চলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠেছেন।”

কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে রাত কাটানোর অভিজ্ঞতা স্মরণ করেন। জানিয়েছেন, তিনি ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি এই পার্কে রাত কাটিয়েছেন। “আমি এই দেশের একমাত্র প্রধানমন্ত্রী, যিনি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে রাত কাটিয়েছি,” মোদি বলেন।

advertisement

আরও পড়ুন: তিন ঘণ্টার ভয়ঙ্কর ট্রাফিক জ্যামে নড়ল না অ্যাম্বুলেন্স! গাড়িতেই বিনা চিকিৎসায় প্রাণ হারাল ৩ বছরের শিশু…

ভাষা প্রসঙ্গে কথা উঠলে মোদি জানিয়েছেন, প্রধানমন্ত্রী জানান, অসমিয়া ভাষাকে “ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ” বা শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, যা দীর্ঘদিনের একটি দাবি ছিল। এছাড়াও, চারাইদেও ময়দামকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আসামের ঐতিহাসিক গুরুত্বকে আরও দৃঢ় করেছে। মোদি আসামের বীর আহোম সেনাপতি লাচিত বরফুকনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

advertisement

তিনি বলেন, “লাচিত বরফুকনের স্মৃতিকে অমর করে রাখতে ১২৫ ফুট উঁচু একটি মূর্তি তৈরি করা হয়েছে। এছাড়াও, আদিবাসী সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি দিতে ‘জনজাতীয় গৌরব দিবস’ চালু করা হয়েছে।” চা শ্রমিকদের উন্নয়নে বিশেষ উদ্যোগের প্রসঙ্গও উঠেছে। তিনি বলেন, “গর্ভবতী চা শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও, ৩৫০টি আয়ুষ্মান স্বাস্থ্যকেন্দ্র এবং ১০০টিরও বেশি মডেল চা বাগান স্কুল তৈরি করা হয়েছে।”

advertisement

উত্তর-পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি আসামের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী বলে জানিয়েছেন। তিনি ঝুমুর নৃত্যানুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এই অনুষ্ঠান আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।

তিনি ২০২৩ সালের ঐতিহাসিক বিহু নৃত্যানুষ্ঠানের কথা স্মরণ করে বলেন, “আমি আরেকটি ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অপেক্ষায় ছিলাম।” প্রধানমন্ত্রী মোদি এরপর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করেন এবং বলেন যে, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আসাম ও ভারতের গৌরব বৃদ্ধি করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই অনুষ্ঠানে ৬০ জনেরও বেশি বিদেশি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: অসম সফরে উত্তর-পূর্ব ভারতকে বিশেষ 'গিফট' নরেন্দ্র মোদির! কী কী বললেন প্রধানমন্ত্রী জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল