এদিন কংগ্রেস এবং লালুপ্রসাদের আরজেডি দুই দলকেই একযোগে আক্রমণ করে মোদি বলেন, ‘‘কংগ্রেস এবং আরজেডি শুধউমাত্র যে বিহারের গরিমা হানি করেছে, তাই নয়, বিহারের পরিচয়কেই শঙ্কায় ফেলে দিয়েছে৷ বর্তমানে, গোটা সীমান্ত এবং পূর্ব ভারতের ভূ-সামাজিক প্রেক্ষাপট সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে৷ বিহার, বাংলা, অসম সহ একাধিক রাজ্য অনুপ্রবেশকারীদের জন্য তাদের মা-বোনেদের সুরক্ষা নিরাপত্তা নিয়ে চিন্তিত হচ্ছে৷’’
advertisement
মোদির অভিযোগ, ‘‘সেই কারণে আমি রেড ফোর্ট থেকে ভূরাজনৈতিক মিশনের কথা ঘোষণা করেছিলাম৷ কিন্তু, ভোট ব্যাঙ্কের কারণে কংগ্রেস,আরজেডি আর তাদের বন্ধুরা অনুপ্রবেশকারীদের হয়ে কথা বলতে ব্যস্ত৷ তাদের বাঁচাতে নির্লজ্জ ভাবে শ্লোগান তুলছে তারা, যাত্রা বের করছে৷ কাদের জন্য? যারা ভিন দেশ থেকে এদেশে ঢুকেছে৷’’
আরও পড়ুন: জিম না করে শুধু খাবার চিবিয়ে খাওয়ার ‘ফর্মুলা’ বদলে ২১ দিনে ওজন কমালেন মাধবন! দেখলে চেনা দায়
নরেন্দ্র মোদি তাঁর বক্তৃতায় অভিযোগ তোলেন, ‘‘এই লোকগুলো (বিরোধী রাজনৈতিক দল) চায়, বিহার তথা দেশের সম্পদ এবং নিরাপত্তা শঙ্কার মুখে পড়ুক৷ আজ পূর্ণিয়া থেকে আমি এটা বলতে চাই, আরজেডি আর কংগ্রেসের লোকজন, আর কথা কান খুলে শুনে নিন, যাঁরাই অনুপ্রবেশকারী, তাঁদের যেতেই হবে৷ এটা এনডিএ-র প্রতিজ্ঞা, দায়িত্ব যে তারা অনুপ্রবেশ আটকাবেই৷’’