TRENDING:

PM Modi Birthday: মঙ্গোলিয়ার সাবেক পোশাক থেকে গামছা মাস্ক - বারবার মুগ্ধ করেছেন ‘ফ্যাশনদুরস্ত’ মোদি!

Last Updated:

২০২০ সালের এপ্রিল। করোনা ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় মণিপুরি গামছা দিয়ে মুখ ঢাকতে দেখা যায় মোদিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পোশাকও কথা বলে! বার্তা দেয়! এটা জনসংযোগের মাধ্যমও বটে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ‘সত্য’ ফের জনমানসে প্রতিষ্ঠা করেছেন। দেশের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর পরতেন ড্যাপার স্যুট। এটিই ছিল তাঁর প্রতিবাদের হাতিয়ার। দেশের সুবিধাভোগী শ্রেণিই শুধুমাত্র স্যুট-বুট পরবে নাকি! আবার মহাত্মা গান্ধি তো খাদিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাঁর খেটো ধুতি আর সাদা চাদরের ইতিহাস এ দেশের মতোই রঙিন। তার পরই নাম নেওয়া যায় নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। যিনি পোশাককে জনসংযোগের মাধ্যমে বদলে দিয়েছেন। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই (Modi’s Fashion Diary)।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

স্বাধীনতা দিবসে তিরঙ্গা পাগড়ি:

চলতি বছরের স্বাধীনতা দিবসে তিরঙ্গার ত্রিবর্ণ খচিত পাগড়ি পরিধান করে লালকেল্লায় হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে সাদা কুর্তা আর নীল জ্যাকেট। এটা ছিল প্রধানমন্ত্রী মোদির ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রচারের পোশাক।

চেকমেট:

২৮ জুলাই চেন্নাইতে ৪৪-তম দাবা অলিম্পিয়াডের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদি একটি হাফ-হাতা সাদা শার্ট আর দাবা-প্যাটার্নের ভেষ্টি (ঐতিহ্যবাহী সাদা ধুতি) পরে জওহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছন। শালেও ছিল দাবার বোর্ডের নকশা।

advertisement

আর-ডে স্পেশাল 'ব্রহ্মকমল' ক্যাপ এবং মণিপুরী স্টোলস:

এই বছর প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধানমন্ত্রীর মাথায় পাগড়ি নয় ছিল 'ব্রহ্মকমল' টুপি আর মণিপুরী স্টোলস। টুপিতে উত্তরাখণ্ডের সরকারি ফুল ব্রহ্মকমল খোদাই করা ছিল। মজার ব্যাপার হল, উত্তরাখণ্ড এবং মণিপুর - দুই রাজ্যেই নির্বাচন ছিল মার্চ মাসে। তার আগে সেই দুই রাজ্যকে সম্মান জানিয়ে তাদের বিশেষ বস্ত্র পরিধান করেন মোদি।

advertisement

আরও পড়ুন:

গামছা মাস্ক:

২০২০ সালের এপ্রিল। করোনা ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় মণিপুরি গামছা দিয়ে মুখ ঢাকতে দেখা যায় মোদিকে। সে-দিন ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

দাড়ি:

দেশ তখন করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু। প্রত্যেকেই ঘরবন্দি। সেই সময় নতুন চেহারায় হাজির হলেন প্রধানমন্ত্রী। গালে বড় দাড়ি। সেই সময় বাংলায় বিধানসভা ভোট। মোদির দাড়ি দেখে তাঁকে ‘রবীন্দ্রনাথ ঠাকুর সাজার চেষ্টা’ বলে কটাক্ষ করেছিল বিরোধীরা।

advertisement

স্যুট:

কুর্তা, পাজামা সঙ্গে জ্যাকেট। অধিকাংশ সময় এই পোশাকেই দেখা যায় প্রধানমন্ত্রীকে। ২০১৫ সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরে অন্য রূপে আবির্ভূত হন মোদি। তাঁর পরনে ছিল পিনস্ট্রিপ নেভি ব্লু স্যুট। হলুদ স্ট্রাইপে লেখা ‘নরেন্দ্র দামোদরদাস মোদি’। স্যুটটি পরে নিলাম হয়। সুরাতের ব্যবসায়ী লালজিভাই তুলসীবাই প্যাটেল ৪ কোটি ৩১ লক্ষ ৩১ হাজার ৩১১ টাকায় স্যুটটি কিনে নেন। মোদি এই টাকা দান করেন ‘নমামি গঙ্গা’ প্রকল্পে।

advertisement

মঙ্গোলিয়ায়:

চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়ায় প্রধানমন্ত্রী মোদির সফর ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ প্রথম বার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে পা রাখেন। মোদির পোশাকে চমকে গিয়েছিলেন সকলেই। তাঁর পরনে ছিল ফেডোরা, অর্থাৎ চিরাচরিত মাঙ্গোলিয়ান পোশাক।

নাগাল্যান্ডে:

২০১৪ সালে নাগাল্যান্ডে হর্নবিল উৎসবে ঐতিহ্যবাহী নাগা হেডগিয়ার পরেছিলেন মোদি। সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মোদি মণিপুরের মেইতি সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি ঐতিহ্যবাহী হেডগিয়ার পরেছিলেন। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং প্রধানমন্ত্রী মোদিকে একটি ঐতিহ্যবাহী সাদা মেইটি হেডগিয়ার এবং একটি ম্যাচিং শাল উপহার দিয়ে অভিনন্দন জানান।

বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Birthday: মঙ্গোলিয়ার সাবেক পোশাক থেকে গামছা মাস্ক - বারবার মুগ্ধ করেছেন ‘ফ্যাশনদুরস্ত’ মোদি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল