গতকাল প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথগ্রহণ করেন নরেন্দ্র মোদি। বাংলা থেকে প্রতিমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ জন সাংসদ।
পূর্ণমন্ত্রী হিসেবে প্রথমবার মন্ত্রিসভায় সামিল হলেন মোদির সেনাপতি অমিত শাহ। গতবারের মতো এবারও মন্ত্রিসভায় থাকছেন রাজনাথ সিং, নিতিন গডকড়ী, নির্মলা সীতারমনরা। বাদ পড়লেন সুরেশ প্রভু, মানেকা গান্ধীরা।
advertisement
পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন-- রাজনাথ সিং, অমিত শাহ,
নিতিন গডকড়ি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমন, রামবিলাস পাসোয়ান, নরেন্দ্র সিং তোমর,রবিশঙ্কর প্রসাদ,হরসিমরত কৌর
থাওয়ারচন্দ গহলৌত, এস জয়শঙ্কর, রমেশ পোখরিয়াল
অর্জুন মুণ্ডা, স্মৃতি ইরানি, ডঃ হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর
পৌযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নকভি
প্রহ্লাদ জোশি, মহেন্দ্র সিং পাণ্ডে, অরবিন্দ সাওয়ান্ত, গিরিরাজ সিং ও গজেন্দ্র সিংহ শেখাওয়াত।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন--সন্তোষ গঙ্গওয়ার, রাও ইন্দ্রজিৎ সিং, শ্রীপদ নায়েক, জীতেন্দ্র সিং, কিরণ রিজিজু, প্রহ্লাদ পটেল, আরকে সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মন্ডাবিয়া
প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন- ফগ্গন সিং কুলস্তে, অশ্বিনী চৌবে,
অর্জুনরাম মেঘওয়াল, বিকে সিং,কৃষ্ণপাল গুর্জর,দাদা সাহেব দানবে, জি কিশন রেড্ডি, পুরষোত্তম রূপালা, রামদাস আটাওয়ালে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, বাবুল সুপ্রিয়, সঞ্জীব বালিয়ান
সঞ্জয় ধোত্রে, অনুরাগ ঠাকুর, সুরেশ অঙ্গাড়ি, নিত্যানন্দ রায়, রতনলাল কাটারিয়া, বি মুরলীধরন, রেণুকা সিং, সোমপ্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপচন্দ্র সারঙ্গি, কৈলাস চৌধরী, দেবশ্রী চৌধুরী।
মন্ত্রিসভায় সামিল হয়নি বিহারের এনডিএ-র শরিক নীতীশ কুমারের দল জেডিইউ। তারা অন্তত দুটি মন্ত্রকের দাবি করেছিল। কিন্তু একটির বেশি মন্ত্রক দিতে চায়নি বিজেপি।