TRENDING:

ওবামা, ট্রাম্পকে পিছনে ফেলে পাঠকের রায়ে ‘বর্ষসেরা’ ভারতের প্রধানমন্ত্রী

Last Updated:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও জনপ্রিয়তায় পিছনে ফেলে দিলেন নরেন্দ্র মোদি ৷ পাঠকদের রায়ে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হলেন ভারতের প্রধানমন্ত্রী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও জনপ্রিয়তায় পিছনে ফেলে দিলেন নরেন্দ্র মোদি ৷ পাঠকদের রায়ে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হলেন ভারতের প্রধানমন্ত্রী ৷ বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে টাইমস ম্যাগাজিনের বিশেষ সমীক্ষায় ‘টাইমস পারসন অফ ইয়ার’ নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

প্রায় ১৮ শতাংশ ভোট পেয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও তাঁর উত্তরসূরী ট্রাম্পকে জনমতে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন নরেন্দ্র মোদি ৷ জনপ্রিয় প্রেসিডেন্টরা ছাড়াও প্রতিযোগিতায় সামিল ছিলেন উইকিলিকস কর্ণধার জুলিয়ান অ্যাসেঞ্জও ৷ এরা সকলে পেয়েছেন মোটে সাত শতাংশ ‘ইয়েস’ ভোট ৷

এই বছরের কাজের ভিত্তিতে জনপ্রিয় প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হিলারি ক্লিন্টনও ভোটের ভিত্তিতে মোদির চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন ৷ মাত্র চার শতাংশ ভোট পেয়েছেন হিলারি ৷ দুই শতাংশ ভোট পেয়ে হিলারির পরে রয়েছেন ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ ৷

advertisement

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্ব চলাকালীন সংবাদ শিরোনামে ছিলেন ট্রাম্প, হিলারি ও ওবামা ৷ কিন্তু নোট বাতিলের কড়া পদক্ষেপের পর গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি ৷ বিশেষজ্ঞদের মতে, তাই বর্ষ শেষের মুখে পাঠকদের ভোটে ‘টাইমস পারসন অফ ইয়ার’-এর শিরোপা উঠল তাঁর মাথাতেই ৷

২০১৪ সালেও টাইমস ম্যাগাজিনের এই বিশেষ সমীক্ষায় সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন মোদি ৷ সেবার মোট ভোটের ১৬ শতাংশ অর্থাৎ ৫০ লক্ষ ভোট পেয়ে টাইমস সমীক্ষায় বছরের সেরা ব্যক্তিত্ব ঘোষিত হয়েছিলেন তিনি ৷ এই নিয়ে টানা চারবার টাইমস ম্যাগাজিনের এই লড়াইয়ে সামিল ছিল মোদির নাম ৷ শেষবার এই সমীক্ষায় বিজয়ী হয়েছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ৷

advertisement

রবিবার রাত ১২টায় শেষ হয়েছে পাঠকদের অনলাইন ভোটিং ৷ তবে পাঠকদের ভোটই শেষ কথা নয় ৷ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বকে বেছে নেওয়ার শেষ পর্যায়ের দায়িত্ব রয়েছে টাইমস-এর সম্পাদকমন্ডলীর উপর ৷ চলতি সপ্তাহেই ঘোষিত হবে চুড়ান্ত নাম ৷ তবুও এটা পরিষ্কার সেরা ব্যক্তিত্ব হিসেবে সাধারণ মানুষের প্রথম পছন্দ নরেন্দ্র মোদি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ওবামা, ট্রাম্পকে পিছনে ফেলে পাঠকের রায়ে ‘বর্ষসেরা’ ভারতের প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল