কিছুদিন আগেই মোদি মন্ত্রিসভায় বড়সড় সম্প্রসারণ হয়৷ নতুন মন্ত্রী হিসেবে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের মধ্যে মহিলা, এসসি, এসটি সহ অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সংখ্যা যথেষ্ট উল্লেখযোগ্য৷ আগামী বছর উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখেই নতুন মন্ত্রীদের বাছা হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের৷
সংসদে যে প্রবল বিরোধিতার মুখে পড়তে হবে, তা আগেই আন্দাজ করেছিল মোদি সরকার৷ এ দিন অধিবেশন শুরুর আগেই তাই প্রধানমন্ত্রী বিরোধীদের উদ্দেশে বলেন, 'আপনারা সরকারকে কড়া প্রশ্ন করতেই পারেন৷ কিন্তু সেই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগও সরকারকে দিতে হবে৷' রবিবার বাদল অধিবেশনের আগে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকেও প্রধানমন্ত্রী সংসদে বিভিন্ন ইস্যুতে অর্থবহ এবং স্বাস্থ্যকর আলোচনার পক্ষে সওয়াল করেন বলে জানিয়েছেন সংসদ বিষয় মন্ত্রী প্রহ্লাদ যোশী৷
advertisement
যদিও কৃষক আন্দোলন, করোনা অতিমারি সামলাতে সরকারের ব্যর্থতার মতো বিভিন্ন অভিযোগে অধিবেশনের প্রথম দিন থেকেই মোদি সরকারের বিরুদ্ধে তীব্র বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি৷