TRENDING:

Narendra Modi: নতুন মন্ত্রীদের পরিচয় পর্বেও বাধা, বিরোধীদের তীব্র কটাক্ষ বিরক্ত মোদির

Last Updated:

সংসদে যে প্রবল বিরোধিতার মুখে পড়তে হবে, তা আগেই আন্দাজ করেছিল মোদি সরকার৷ এ দিন প্রধানমন্ত্রীর (Narendra Modi) বক্তব্যের সময়ও তীব্র হই হট্টগোল শুরু করেন বিরোধীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: সংসদের বাদল অধিবেশন শুরুর দিনেই সংসদের দুই কক্ষেই প্রবল বিরোধিতার মুখে পড়ল কেন্দ্রীয় সরকার৷ এমন কি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে যখন রাজ্যসভায় নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দিচ্ছেন, তখনও প্রবল হই হট্টগোল করতে থাকেন বিরোধীরা৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে মন্ত্রিসভার নতুন সদস্যদের পরিচয়পর্বও শেষ করাতে পারেননি প্রধানমন্ত্রী৷ বিরোধীদের বাধায় বিরক্ত প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, 'মনে হচ্ছে দেশের মহিলা, পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষকের সন্তান মন্ত্রী হয়েছেন, সেটা কিছু মানুষের পছন্দ নয়৷ সেই কারণে তাঁরা নতুন মন্ত্রীদের পরিচয় পর্বেও বাধা দিচ্ছেন৷'
advertisement

কিছুদিন আগেই মোদি মন্ত্রিসভায় বড়সড় সম্প্রসারণ হয়৷ নতুন মন্ত্রী হিসেবে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের মধ্যে মহিলা, এসসি, এসটি সহ অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সংখ্যা যথেষ্ট উল্লেখযোগ্য৷ আগামী বছর উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখেই নতুন মন্ত্রীদের বাছা হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের৷

সংসদে যে প্রবল বিরোধিতার মুখে পড়তে হবে, তা আগেই আন্দাজ করেছিল মোদি সরকার৷ এ দিন অধিবেশন শুরুর আগেই তাই প্রধানমন্ত্রী বিরোধীদের উদ্দেশে বলেন, 'আপনারা সরকারকে কড়া প্রশ্ন করতেই পারেন৷ কিন্তু সেই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগও সরকারকে দিতে হবে৷' রবিবার বাদল অধিবেশনের আগে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকেও প্রধানমন্ত্রী সংসদে বিভিন্ন ইস্যুতে অর্থবহ এবং স্বাস্থ্যকর আলোচনার পক্ষে সওয়াল করেন বলে জানিয়েছেন সংসদ বিষয় মন্ত্রী প্রহ্লাদ যোশী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও কৃষক আন্দোলন, করোনা অতিমারি সামলাতে সরকারের ব্যর্থতার মতো বিভিন্ন অভিযোগে অধিবেশনের প্রথম দিন থেকেই মোদি সরকারের বিরুদ্ধে তীব্র বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: নতুন মন্ত্রীদের পরিচয় পর্বেও বাধা, বিরোধীদের তীব্র কটাক্ষ বিরক্ত মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল