TRENDING:

Narendra Modi: ৫ রাজ্যে কেমন ফল হবে BJP-র? যোগীরাজ্যের প্রথম দফার আগে বড় দাবি নরেন্দ্র মোদির

Last Updated:

Narendra Modi: এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি কৃষকদের বিক্ষোভ, ভোটের মেরুকরণ, সংসদে তাঁর সাম্প্রতিক ভাষণ, পরিবারভিত্তিক রাজনীতি নিয়েও মুখ খুলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে কেমন ফল করবে বিজেপি? দিল্লির 'দরজা' উত্তর প্রদেশে আগামীকাল, বৃহস্পতিবার বিধানসভা ভোটের প্রথম দফা। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করলেন, ওই পাঁচ রাজ্যেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হবে। এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি কৃষকদের বিক্ষোভ, ভোটের মেরুকরণ, সংসদে তাঁর সাম্প্রতিক ভাষণ, পরিবারভিত্তিক রাজনীতি নিয়েও মুখ খুলেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
advertisement

এদিন তিনি বলেন, ''আমি সব রাজ্যেই দেখেছি যে মানুষ বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন এবং আমরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে নির্বাচনে জিতব। এই পাঁচ রাজ্যের মানুষই বিজেপিকে তাদের সেবা করার সুযোগ দেবেন।'' পাঁচ রাজ্য হলেও যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। স্বাভাবিক কারণেই বিজেপি-র মূল লক্ষ্যই যোগী আদিত্যনাথকে ফের উত্তরপ্রদেশের মসনদে প্রতিষ্ঠা করা। তাই উত্তর প্রদেশকেই পাখির চোখ করছেন নরেন্দ্র মোদিও।

advertisement

আরও পড়ুন: সামনে সাক্ষাৎ মৃত্যুদূত! উত্তর প্রদেশে বড় বিপদ থেকে বাঁচলেন প্রিয়াঙ্কা গান্ধি, দেখুন ভিডিও

প্রধানমন্ত্রীর দাবি, উত্তর প্রদেশের মানুষ ইতিমধ্যেই 'এক বার আও, এক বার যাও' (একবার ক্ষমতায় এসো তারপর যাবে) পুরনো তত্ত্বকে ছুড়ে ফেলে দিয়েছে। ২০১৪ সালের পর থেকে মানুষ বিজেপির কাজ দেখেছে। তাই জনগণ আমাদের উত্তর প্রদেশে ২০১৭ সালেও নির্বাচিত করেছিল। আবার একইভাবে ২০১৯ ক্ষমতায় আসার পর থেকে আরও কাজ দেখে এবার ২০২২ সালেও মানুষ উত্তর প্রদেশে আমাদের গ্রহণ করবে।''

advertisement

আরও পড়ুন: ইঞ্জেকশন নয়, এবার ট্যাবলেটেই করোনার ভ্যাকসিন! ভারতে শুরু হচ্ছে ট্রায়াল

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

নরেন্দ্র মোদির জবাব, ''আমরা জয়ী হই বা হারি, আমাদের জন্য নির্বাচন একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে আমরা নতুন নিয়োগের সুযোগ পাই এবং আত্মদর্শনের সুযোগ পাই। এটাকে আমরা নির্বাচনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করি।'' এরপরই তিনি নিশানা করেন কংগ্রেসকে। বলেন, ''যখন একটি পরিবার বংশ পরম্পরায় একটি পার্টি পরিচালনা করে, সেখানে কেবল ব্যক্তিগত স্বার্থই থাকে, গতিশীলতা নয়। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, তামিলনাড়ু সব জায়গাতেই একই প্রবণতা দেখতে পাবেন। পরিবারভিত্তিক রাজনীতি গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু।''

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: ৫ রাজ্যে কেমন ফল হবে BJP-র? যোগীরাজ্যের প্রথম দফার আগে বড় দাবি নরেন্দ্র মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল