TRENDING:

দুর্নীতি নিয়ে রাহুল-সনিয়াকে বিঁধলেন প্রধানমন্ত্রী

Last Updated:

কখনও রাহুল গান্ধী এবং পরিবারতন্ত্র ৷ আবার কখনও বিরোধী জোট নিয়ে আক্রমণ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কখনও রাহুল গান্ধী এবং পরিবারতন্ত্র ৷ আবার কখনও বিরোধী জোট নিয়ে আক্রমণ ৷ কিন্তু সেইসমস্ত কিছু টপকে এবার সরাসরি ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে গান্ধী পরিবারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

গত মঙ্গলবার বেঙ্গালুরুতে একটি সাংবাদিক সম্মেলনে সনিয়া পু্ত্র বলেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতলে তিনি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত ৷ সেই সূত্র ধরেই ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

সেই মন্তব্যের সূত্র ধরেই প্রধানমন্ত্রী বলেন, ‘লোকসভা নির্বাচনের নামে বিপজ্জনক রাজনীতি করছে কংগ্রেস ৷ তাই আমি চাই সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠুক ৷ ইতিমধ্যেই ৫ হাজার কোটি টাকার ন্যাশনাল হেরাল্ড মামলায় ধাক্কা খেয়েছেন মা-ছেলে ৷ এখন দেশের বিচারব্যবস্থা নিয়ে ছেলে খেলা করছে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কংগ্রেস দলের পার্টি ফান্ডের টাকা নয়ছয় করা ও লোক ঠকানোর মতো গুরুতর অভিযোগ উঠেছিল সোনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে ৷ ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার মালিকানা রয়েছে সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির নামে। অভিযোগ, এই সংস্থাটি ২০১২ সালে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে একটি সংস্থাটি মাত্র ৫০ লাখ টাকার বিনিময়ে কিনে নেয়। আর সেই গোটা টাকাটাই কংগ্রেসের পার্টি ফান্ড থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল ৷ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছিলেন, শুধু মা-ছেলেই নয় ৷ এই ঘটনার জন্য কংগ্রেস দলের আরও অনেকেই দায়ী ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দুর্নীতি নিয়ে রাহুল-সনিয়াকে বিঁধলেন প্রধানমন্ত্রী