শনিবার সর্বদলীয় বৈঠকে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান এখনও কেন্দ্র সুস্থ ভাবে কৃষকদের সঙ্গে আলোচনা করতে রাজি। কৃষক নেতারা একটা ফোন কল করলেই এই আইন স্থগিত করা হবে। আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজে বের করা হবে বলে জানাচ্ছেন তিনি।
কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে ফোন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আগেও নরেন্দ্র সিং তোমার জানিয়েছিলেন কৃষক নেতারা তাঁকে ফোন করলেই হবে। সেই কথারই সমর্থন জানিয়েছেন মোদি। তিনি বলছেন, "নরেন্দ্র সিং তোমার যা বলেছিলেন কৃষকদের, আমিও সেটাই বলছি। একমত না হলেও কৃষকদের একটা প্রস্তাব আমরা দিয়েছি।"
advertisement
সেই প্রস্তাব নিয়ে ভেবেই ফোন করার কথা বলেছেন মোদি। প্রসঙ্গত, গত দুমাস ধরে শান্তি বজায় রেখেই চলছে কৃষক আন্দোলন। কিন্তু সাধারণতন্ত্র দিবসে এর চিত্র বদলে যায়। পুলিশ ও কৃষকদের মধ্যে অশান্তি তৈরি হয় ও রাজধানীতে হিংসা ছড়ায়।
এর মধ্যেই রয়েছে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট তবে প্রতিবছর বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক হয়। কিন্তু কৃষক আন্দোলনকে সমর্থন করেই বাজেট অধিবেশনের প্রথম দিনটিতে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে ১৯টি রাজনৈতিক দল। শনিবার সেই দলগুলির সঙ্গেই বৈঠক করলেন মোদি। এবং কৃষকদের আইন স্থগিত রাখার আশ্বাস দিলেন।