প্রধানমন্ত্রী জানিয়েছেন, উত্তর ভারতের হিমাচল প্রদেশের সিমলা আগে থেকেই হনুমানের এমন বিশালাকৃতি মূর্তি ছিল৷ এবার পশ্চিমের গুজরাতেও তার উদ্বোধন হল৷ পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণের রামেশ্বরমেও একই ধরনের মূর্তি তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
আরও পড়ুন: চার রাজ্যের উপনির্বাচনে খাতাই খুলল না বিজেপি-র, তৃণমূলের মতোই জোড়া জয় কংগ্রেসের
advertisement
গুজরাতের মোরবিতে বাপু কেশবনন্দজির আশ্রমে এই মূর্তিটি বসানো হয়েছে৷ 'হনুমানজি চার ধাম' প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে হনুমানের এই মূর্তি বসানোর কাজ চলছে৷ এ দিন দিল্লি থেকে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 'এই রকম মূর্তি িসমলায় বহু বছর ধরেই রয়েছে৷ দ্বিতীয় মূর্তিটি আজ মোরবিতে প্রতিষ্ঠিতি হল৷ আমাকে জানানো হয়েছে, রামেশ্বরম এবং পশ্চিমবঙ্গেও একই ধরনের মূর্তি বসানো হবে৷'
প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সিমলায় ২০১০ সালে এই হনুমান মূর্তি বসেছিল৷ রামেশ্বরমেও মূর্তি বসানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে৷
প্রধানমন্ত্রী বলেন, 'বিভিন্ন ভাষায় দেশের সর্বত্র রাম কথা শোনানোর ব্যবস্থা করা হয়েছে৷ মানুষের ভাষা যাই হোক না কেন, রাম কথা সবাইকে ঐক্যবদ্ধ করে, ভগবানের প্রতি ভক্তি নিয়ে আসে৷ এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্যের শক্তি৷'