TRENDING:

মহাবলীপুরমে মোদি-জিনপিং একান্ত বৈঠক, দু‘ঘন্টার বেশি কথা বললেন দুই প্রধান

Last Updated:

শনিবার মুখোমুখি একান্ত আলোচনায় বসবেন নরেন্দ্র মোদি ও জিনপিং

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মহাবলীপুরম: ভারতে সফরে চিনের প্রেসিডেন্ট ৷ দু’দিনের ভারত সফরে ইতিমধ্যেই ভারতে এসে গেছেন  শি জিনপিং ৷ মহাবলীপুরমে মোদি-জিনপিং ঘরোয়া বৈঠক ৷ সন্ত্রাস ও বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভবনা ৷ সন্ত্রাসদমনে বন্ধপরিকর দুই দেশ এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশসচিব  বিজয় কেশব গোখলে ৷ শুক্রবার বিভিন্ন ভারতীয় সংস্কৃতির নিদর্শন দেখানোর পর প্রধানমন্ত্রী চিনা প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করেছিলেন বিশেষ ডিনারের ৷
advertisement

এদিকে শনিবার মোদি-জিনপিংয়ের একান্তে বৈঠকদ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হতে পারে ৷ এই বৈঠক হবে তাজ ফিশারম্যানস কোভ রিসর্ট ও স্পাতে ৷ এরপরে সচিব পর্যায়ের আলোচনা হবে ৷ প্রধানমন্ত্রী জিনপিংয়ের সম্মানে আয়োজন করবেন বিশেষ মধ্যাহ্নভোজের ৷ এরপর দুই পক্ষই নিজেদের বিবৃতি দেবে ৷

শুক্রবারের ঘরোয়া আলোচনা প্রায় ১৫০ মিনিট চলে ৷ যা নির্ধারিত যে সময় আলোচনার জন্য বরাদ্দ ছিল তার চেয়ে অনেক বেশি ৷ দু পক্ষই জানিয়েছে আলোচনা ছিল খোলামেলা এবং তাতে হৃদয়ের ছোঁয়া ছিল ৷

advertisement

আরও পড়ুন - একটা ইনিংস আর সাতটি রেকর্ড! কুর্নিশ বিরাট কোহলি

প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার তামিলদের ট্র্যাডিশানাল পোশাক ভেসতি পরিধান করেছিলেন ৷ তাতে সাদা শার্ট ও অঙ্গবস্ত্রম পরতে হয় ৷ তাঁরা হেরিটেজ স্থল অর্জুন, কৃষ্ণ বিভিন্ন স্মৃতিসৌধ , পাশাপাশি মহাবলীপুরমের বিখ্যাত সমুদ্র তীরস্থ রথ মন্দির দেখেন ৷

advertisement

জিনপিংয়ের সঙ্গে রথমন্দির ঘুরে দেখার পর UNESCO  ঐতিহাসিক সাইট দেখানোর আনন্দ ভাগ করে নিতে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

advertisement

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে রবিশ কুমার এই শুক্রবারের বৈঠককে ফলপ্রসূ ও কার্যকারী বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন আত্মহত্যা করলেন ৪০ বছরের ব্যক্তি, শব নিতে পৌঁছলেন সাত স্ত্রী !

ঐতিহাসিক সময় থেকে তামিলনাড়ু ও চিনের যোগাযোগ রয়েছে ৷ এই সমুদ্রপথেই দু‘দেশের বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছিল ৷ এমনটাই জানিয়েছে চিনা সংবাদমাধ্যম ৷

advertisement

শুক্রবার বিকেলে এয়ার চায়নার বোয়িং ৭৪৭ বিমানে চেন্নাই পৌঁছন চিনা প্রেসিডেন্ট জিনপিং ৷ সেখানে তাঁকে রেডকার্পেটে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ৷ হাজির ছিলেন তামিননাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী ৷ এছাড়াও ছিলেন রাজ্যপাল বানাওয়ারিলাল পুরোহিত ৷ চিনা রাষ্ট্রপ্রধানের জন্য ছোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল ৷

ডোকলামে ভারত -চিন ৭৩ দিনের সংঘাতের পর প্রথম ঘরোয়া বৈঠক হয়েছিল নরেন্দ্র মোদি ও জিনপিংয়ের, সেটা হয়েছিল হুয়ানে ৷ আর তার পর এটাই এই দুই রাষ্ট্রের মধ্যে ঘরোয়া বৈঠক ৷

তিনদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের  সঙ্গে বৈঠকের পরেই জিনিপংয়ের এটা প্রথম ভারত সফর ৷ বুধবারই চিনের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছিল পাকিস্তানের স্বার্থ ক্ষুণ্ণ করার কোনও ইস্যুকে সমর্থন করবে না তারা ৷ বরং তারা সবভাবে তাদের পাশে থাকবে ৷ এটাও তারা বলেছিল ভারত ও পাকিস্তানের মধ্যের সব ইস্যু শান্তপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ৷

এর উত্তরে ভারত জানিয়েছিল , ‘ভারত নিজেদের এই মতে অনড় যে জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ৷ চিন আমাদের পুরো বিষয়টি জানে ৷ ভারতের আভ্যন্তরীন বিষয় নিয়ে অন্য কোনও দেশের কথা বলার কোনও এক্তিয়ার নেই ৷ ’

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মহাবলীপুরমে মোদি-জিনপিং একান্ত বৈঠক, দু‘ঘন্টার বেশি কথা বললেন দুই প্রধান