তবে ভারতে আসার আগেই সাশা অসুস্থ ছিল বলে জানা গিয়েছে৷ নামিবিয়াতেও তার রক্ত পরীক্ষা করা হয়েছিল৷ সে সময়ও ক্রিয়েটিনাইনের চড়া মাত্রা ধরা পড়ে রক্তের নমুনায়৷ গত বছর সেপ্টেম্বরে ২৪ ঘণ্টা সময় ধরে নামিবিয়া থেকে ভারতের গ্বালিয়র শহরে পৌঁছয় সাশা-সহ মোট ৮ চিতা৷ তার পর আরও আধঘণ্টা যাত্রা করে পৌঁছয় কুনো অভয়ারণ্যে৷ চিতা বিলুপ্ত হয়ে যাওয়ার ৭০ বছর পর কেন্দ্রীয় সরকারের তরফে এই উদ্যোগে চিতার সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হয়৷
advertisement
আরও পড়ুন : বলদের বদলে টোটো দিয়ে চলছে ঘানি! বের হচ্ছে তেল! ঘানির মালিকের ইঞ্জিনিয়ারিং নজর কেড়েছে সকলের
নামিবিয়া থেকে ভারতে আসার পর ৫ টি স্ত্রী এবং ৩ টি পুরুষ চিতাকে বিশেষ এনক্লোজারে রাখা হয়৷ চলতি মাসের গোড়ায় সাশা ছাড়া বাকিদের বনের গভীরে মুক্ত করা হয়৷ কুনো অভয়ারণ্যের আধিকারিকরা জানিয়েছেন নামিবিয়া থেকে আসা বাকি চিতাগুলি সুস্থই আছে৷ প্রসঙ্গত দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকা থেকেও ভারতে চিতা আনা হয়েছে৷