TRENDING:

Namami Gange: নমামি গঙ্গে প্রকল্পেও বিজ্ঞাপনে বিপুল খরচ

Last Updated:

রাজ্যসভায় লিখিত প্রশ্নে ডেরেক ও ব্রায়েন জানতে চেয়েছিলেন, নমামি গঙ্গে প্রকল্পে বিজ্ঞাপনের খাতে কেন্দ্রীয় সরকার কত খরচ করেছে? কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত বিজ্ঞাপন ও প্রচার বাবদ মোট ১২৬ কোটি টাকা ব্যয় করেছে কেন্দ্রীয় সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের পর এবার নমামি গঙ্গে (Namami Gange)। এই প্রকল্পেও বেশিরভাগ টাকা খরচ হয়েছে বিজ্ঞাপন এবং প্রচারে। সংসদে লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী‌। কার্যত হাটে হাঁড়ি ভেঙেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন। ২০১৪ সালে বিজেপি সরকার গঠনের পর নমামি গঙ্গে (Namami Gange)প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এখন রাজ্য সভায় কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, নমামি গঙ্গে প্রকল্পে বিজ্ঞাপন খাতে বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছে।
advertisement

আরও পড়ুন:আপনার তেজ যাঁদের দেখার, তাঁরা দেখে নিয়েছেন, অতিরিক্ত করছেন কেন, অধীরকে কটাক্ষ মোদির

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনের লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। এখনও পর্যন্ত বিজ্ঞাপন ও প্রচারের খাতেই মোদি সরকার খরচ করেছে ১২৬ কোটি টাকা। রাজ্যসভায় লিখিত প্রশ্নে ডেরেক ও ব্রায়েন জানতে চেয়েছিলেন, নমামি গঙ্গে (Namami Gange) প্রকল্পে বিজ্ঞাপনের খাতে কেন্দ্রীয় সরকার কত খরচ করেছে? তার জবাব দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বশ্বর টুডু।

advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই ডেরেক ও ব্রায়েনেরই লিখিত প্রশ্নের উত্তরে মোদি সরকার জানায়, "বেটি বাঁচাও, বেটি পড়াও" প্রকল্পে মোট খরচের ৫৮ শতাংশই খরচ করা হয়েছে বিজ্ঞাপন ও প্রচার খাতে। শীতকালীন অধিবেশনে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টেও তার উল্লেখ করা হয়। অর্থাৎ পরপর প্রশ্নে মোদি সরকার যে উত্তর দিচ্ছে তাতে প্রমাণ হয়, প্রচারের ওপরেই জোর বেশি দিচ্ছে কেন্দ্র।

advertisement

আরও পড়ুন:একশো বছরেও ক্ষমতা আসার ইচ্ছে নেই! লোকসভায় কংগ্রেসকে তুলোধনা করলেন মোদি

জলশক্তিমন্ত্রক জানিয়েছে, গঙ্গার দূষণ দুরীকরণ একটি লাতাগার প্রক্রিয়া এবং জাতীয় গঙ্গা পরিষ্কার মিশনের মাধ্যমে সেই কাজ চলছে বলে জানিয়েছে কেন্দ্র।একইসঙ্গে তৃণমূলের রাজ্যসভার নেতা জানতে চেয়েছিলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গঙ্গার চরে দেহ পুঁতে দেওয়ার সম্ভাব্য সংখ্যা কত। সে প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু জানিয়েছেন, বিহার, উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় গঙ্গার চরে দেহ পুঁতে দেওয়ার খবর পাওয়া গিয়েছিল। যদিও তার কোনও পরিসংখ্যান কেন্দ্রের কাছে নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে বিষয়টি নিয়ে বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের মুখ্যসচিব এবং সমস্ত জেলা গঙ্গা কমিটিগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছিল। গঙ্গা পরিষ্কার রাখতে করোনা প্রটোকল মেনে দ্রুত যাতে দেহগুলি তুলে সৎকার করা হয় তার ব্যবস্থা করতে বলা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Namami Gange: নমামি গঙ্গে প্রকল্পেও বিজ্ঞাপনে বিপুল খরচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল