advertisement
তিন দিনের সফরে বৃহস্পতিবারই গোয়া পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার গোয়া সফরের মধ্যেই আরও বেশ কয়েকজন নামী ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷
আরও পড়ুন: বাংলা মডেলেই গোয়ার অঙ্ক? তৃণমূলের মিশন গোয়ায় এই কৌশল দেখছে রাজনৈতিক মহল
বৃহস্পতিবার বিকেলেই গোয়া পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন থেকেই তাঁর বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে গোয়ায়৷ দলীয় বৈঠকে যোগ দেওয়ার আগেই এ দিন নাফিসা আলির হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷
গোয়ায় ক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস৷ ইতিমধ্যেই কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূল৷ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর মতো নেতা তৃণমূলে যোগ দিয়েছেন৷ আজই গোয়ার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
গোয়ার মানুষের সমর্থন এবং আস্থা জিততে স্থানীয় এবং নামী ব্যক্তিত্বদের দলে টানার কৌশলও নিয়েছে তৃণমূল৷ দলের সাংসদ সৌগত রায় আগেই জানিয়েছিলেন, নাফিসা আলি, লাকি আলি এবং রেমো ফার্নান্ডেজ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ সেই দাবিকে সত্যি করেই তৃণমূূলে যোগ দিলেন নাফিসা আলি৷ মমতার গোয়া সফরে তৃণমূল আর কোনও চমক দেখায় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল৷