হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার সকাল থেকে তাঁর ঘরের বাইরে দেখা যায়নি অজয়কুমারকে৷ ফোন করলেও সাড়া মেলেনি৷ পরিবর্তে ফোন বেজে গিয়েছে৷ সন্দেহ হওয়াতে বিকেলে ঘরের দরজায় নক করেন কর্মীরা৷ কিন্তু তার পরও দরজা না খুললে খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে পুলিশকর্মীরা এলে ভাঙা হয় হোটেলের ঘরের দরজা৷ তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে অজয়কুমার শর্মা তাঁর বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।
advertisement
ফরেনসিক বিশেষজ্ঞরা ঘর থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (PMCH) পাঠানো হয়েছে। ইতিমধ্যে, লন্ডনে অজয়কুমার শর্মার পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 3:21 PM IST
