শরাফতের এই কাজের জন্য তাঁকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। প্রশংসাই পেয়েছেন তিনি সর্বত্র ৷ এলাকায় অত্যন্ত ভাল মানুষ হিসেবেই পরিচিত তাঁর ৷ এই কাজের পর আরোই সকলের নয়নের মণি হয়ে উঠেছেন শরাফত ৷ সবাইকে নিয়ে থাকতেই তিনি ভালোবাসেন ৷ হিন্দু-মুসলিম ভেদাভেদ কখনও করেননি ৷ নিজের সন্তানদেরও কখনও তা শেখাননি ৷ তাই আত্মীয়-স্বজনদের পাশাপাশি হিন্দু ভাইদের জন্যও মেয়ের বিয়ের কার্ডে ছাপালেন গণেশজি ও রাধাকৃষ্ণের ছবি ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়ে যাবে ৷ তা হয়তো তিনি কল্পনাও করেননি ৷
advertisement
শরাফতের মতে, চারিদিকে যখন বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে। সাম্প্রদায়িক ঘৃণার ফলে হিংসা ছড়াচ্ছে। তখন হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতির বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া খুব দরকার বলে তাঁর মনে হয়েছিল। শরাফতের বন্ধুরাও এই বিষয়ে তাঁকে খুব উৎসাহ দিয়েছেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 29, 2020 8:55 AM IST