সবুজ ভারত আন্দোলনের অংশ হিসেবেই এই সাইকেল সফরে বেরিয়েছেন রবিন। সেখান থেকে তিনি পৌঁছন বিহারের মুঙ্গের। সেখানে ওই যুবক জানান যে, তিনি সাইকেলে চড়ে ভারতের প্রতিটি জেলা ভ্রমণ করছেন এবং তাঁর এই যাত্রা ৭০০ দিন ধরে চলবে। আপাতত তাঁর সাইকেল-যাত্রার ১৮৪ দিন পূর্ণ হয়েছে।
advertisement
এখনও পর্যন্ত ১৮৪ দিনে রবিন গিয়েছেন তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, মিজোরাম-সহ ১৩টি রাজ্যে। অসমের পরে বিহারে গিয়ে পৌঁছন তিনি। এর পর বিহার থেকে উত্তরপ্রদেশ হয়ে উত্তরাখণ্ডে পৌঁছেছেন তিনি। হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, পঞ্জাব হয়ে এই যাত্রা শেষ হবে মধ্যপ্রদেশের ভোপালে। রবিন ঘুরেছেন মোট ১৬৭টি জেলা। পাড়ি দিয়েছেন প্রায় ১৩ হাজার কিলোমিটার পথ। সেই সঙ্গে এই যাত্রার উদ্দেশ্যও ব্যাখ্যা করেন তিনি। বলেন, সাইকেল কোনও রকম দূষণ সৃষ্টি করে না এবং এতে ভ্রমণ করাও সহজ। আর বাড়তি কোনও খরচও নেই।
আরও পড়ুন: রেশন কার্ড উপভোক্তাদের জন্য বড় খবর! অ্যাকাউন্টে পাবেন রান্নার গ্যাসের টাকা
এখানেই শেষ নয়, সাইকেল-সফরে বেরিয়ে রোগী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গেও আলাপ আলোচনা করেছেন। তাদের মধ্যে পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতার বার্তাও ছড়িয়ে দিয়েছেন। রবিনের মতে, সমগ্র বিশ্বেই পরিবেশের ভারসাম্য ব্যাহত হচ্ছে। যার জন্য শুধুমাত্র মানুষই দায়ী। আর পরিবেশ রক্ষা প্রতিটি মানুষেরই দায়িত্ব। যা পালন করতে হবে।
করোনা হোক কিংবা সুনামি - সব সময়ই প্রকৃতি ইঙ্গিত করেছে। তাই মানুষকে সচেতন থাকতে হবে এবং প্রকৃতিকে আরও ভাল করার জন্য সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করে যেতে হবে।