TRENDING:

Munger Man News: পেরিয়ে গেল ১৮৪ দিন! পথেই কাটছে দিন, পরিবেশ রক্ষা করতে চমকপ্রদ উদ্যোগ যুবকের!

Last Updated:

Munger Man News: এখনও পর্যন্ত ১৮৪ দিনে রবিন গিয়েছেন তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, মিজোরাম-সহ ১৩টি রাজ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিনিয়ত বদলে যাচ্ছে প্রকৃতি। ফলে পরিবেশ রক্ষার উদ্যোগে এগিয়ে আসছেন অনেকেই। সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছেন তাঁরা। আসলে নগরায়নের কারণে গাছগাছালি ধ্বংস, পুকুর-জলাশয় ভরাট, বালি উত্তোলনের মতো বিষয় প্রকৃতির সঙ্কটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবার প্রকৃতি রক্ষার উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাইকেল নিয়ে কন্যাকুমারী থেকে রওনা হচ্ছেন রবিন সিং নামে এক যুবক।
সবুজ ভারত আন্দোলনের অংশ হিসেবেই এই সাইকেল সফরে বেরিয়েছেন রবিন
সবুজ ভারত আন্দোলনের অংশ হিসেবেই এই সাইকেল সফরে বেরিয়েছেন রবিন
advertisement

সবুজ ভারত আন্দোলনের অংশ হিসেবেই এই সাইকেল সফরে বেরিয়েছেন রবিন। সেখান থেকে তিনি পৌঁছন বিহারের মুঙ্গের। সেখানে ওই যুবক জানান যে, তিনি সাইকেলে চড়ে ভারতের প্রতিটি জেলা ভ্রমণ করছেন এবং তাঁর এই যাত্রা ৭০০ দিন ধরে চলবে। আপাতত তাঁর সাইকেল-যাত্রার ১৮৪ দিন পূর্ণ হয়েছে।

আরও পড়ুন: হাওড়া-পুরী না হাওড়া রাঁচি...? কোন রুটে ছুটবে বাংলার নতুন বন্দে ভারত এক্সপ্রেস? কবে শুরু পরিষেবা? বিগ আপডেট

advertisement

এখনও পর্যন্ত ১৮৪ দিনে রবিন গিয়েছেন তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, মিজোরাম-সহ ১৩টি রাজ্যে। অসমের পরে বিহারে গিয়ে পৌঁছন তিনি। এর পর বিহার থেকে উত্তরপ্রদেশ হয়ে উত্তরাখণ্ডে পৌঁছেছেন তিনি। হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, পঞ্জাব হয়ে এই যাত্রা শেষ হবে মধ্যপ্রদেশের ভোপালে। রবিন ঘুরেছেন মোট ১৬৭টি জেলা। পাড়ি দিয়েছেন প্রায় ১৩ হাজার কিলোমিটার পথ। সেই সঙ্গে এই যাত্রার উদ্দেশ্যও ব্যাখ্যা করেন তিনি। বলেন, সাইকেল কোনও রকম দূষণ সৃষ্টি করে না এবং এতে ভ্রমণ করাও সহজ। আর বাড়তি কোনও খরচও নেই।

advertisement

আরও পড়ুন: রেশন কার্ড উপভোক্তাদের জন্য বড় খবর! অ্যাকাউন্টে পাবেন রান্নার গ্যাসের টাকা

এখানেই শেষ নয়, সাইকেল-সফরে বেরিয়ে রোগী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গেও আলাপ আলোচনা করেছেন। তাদের মধ্যে পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতার বার্তাও ছড়িয়ে দিয়েছেন। রবিনের মতে, সমগ্র বিশ্বেই পরিবেশের ভারসাম্য ব্যাহত হচ্ছে। যার জন্য শুধুমাত্র মানুষই দায়ী। আর পরিবেশ রক্ষা প্রতিটি মানুষেরই দায়িত্ব। যা পালন করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

করোনা হোক কিংবা সুনামি - সব সময়ই প্রকৃতি ইঙ্গিত করেছে। তাই মানুষকে সচেতন থাকতে হবে এবং প্রকৃতিকে আরও ভাল করার জন্য সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করে যেতে হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Munger Man News: পেরিয়ে গেল ১৮৪ দিন! পথেই কাটছে দিন, পরিবেশ রক্ষা করতে চমকপ্রদ উদ্যোগ যুবকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল