TRENDING:

Kerala Landslides: কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷

Last Updated:

Kerala Wayanad Landslides : প্রধানমন্ত্রী প্রতিটি মৃতের নিকটাত্মীয়দের জন্য PMNRF থেকে ২লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরল: মঙ্গলবার, ভোর রাতে কেরলের ওয়ানাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটা পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে৷ এই ঘটনায় এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৷ প্রায় শতাধিক লোকের আটকে পড়ার আশঙ্কা করা হয়েছে৷
উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে (PTI Photo)
উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে (PTI Photo)
advertisement

ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ ঘটনায় রাহুল গান্ধি টুইট করে শোক প্রকাশ করেছেন৷ কেরলের মূখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন৷

আরও পড়ুন: কেরলের ওয়েনাড়ে ব্যাপক ধ্বস, মৃত কমপক্ষে ৫, আটকে শতাধিক

প্রধানমন্ত্রীর সঙ্গে কেরলের মূখ্যমন্ত্রী বিজয়নের কথা হয়েছে৷ প্রধানমন্ত্রী প্রতিটি মৃতের নিকটাত্মীয়দের জন্য PMNRF থেকে ২লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷

advertisement

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

কেরলের স্বাস্থ্য বিভাগ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ জরুরি সহায়তার জন্য দুটো ফোন নম্বর জারি করা হয়েছে- ৯৬৫৬৯৩৮৬৮৯, ৮০৮৬০১০৮৩৩৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সূত্রের খবর পরবর্তী উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে৷ শীঘ্রই সুলুর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ওয়ানাড়ের উদ্দেশ্যে রওনা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Landslides: কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল