ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ ঘটনায় রাহুল গান্ধি টুইট করে শোক প্রকাশ করেছেন৷ কেরলের মূখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন৷
আরও পড়ুন: কেরলের ওয়েনাড়ে ব্যাপক ধ্বস, মৃত কমপক্ষে ৫, আটকে শতাধিক
প্রধানমন্ত্রীর সঙ্গে কেরলের মূখ্যমন্ত্রী বিজয়নের কথা হয়েছে৷ প্রধানমন্ত্রী প্রতিটি মৃতের নিকটাত্মীয়দের জন্য PMNRF থেকে ২লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷
advertisement
কেরলের স্বাস্থ্য বিভাগ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ জরুরি সহায়তার জন্য দুটো ফোন নম্বর জারি করা হয়েছে- ৯৬৫৬৯৩৮৬৮৯, ৮০৮৬০১০৮৩৩৷
সূত্রের খবর পরবর্তী উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে৷ শীঘ্রই সুলুর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ওয়ানাড়ের উদ্দেশ্যে রওনা হবে৷