নিগৃহীতার বাড়ির লোকের অভিযোগ, হামলাকারীরা ওই এলাকারই বাসিন্দা। ৪২ বছরের যুবতীকে তাঁর চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হয়। ধারালো অস্ত্রের আঘাত ছিল তাঁর সারা দেহে। গোপনাঙ্গে ছিল সিগারেটের ছ্যাঁকা।
আরও পড়ুন : বঞ্চনার অভিযোগ, রাজধানীর পুরনির্বাচনে নেই ৪০ লক্ষের কোনও বাঙালি প্রতিনিধি!
advertisement
সংবাদ সংস্থাকে পুলিশের তরফে জানানো হয়েছে, তিন দুষ্কৃতী এক এক করে ওই মহিলাকে ধর্ষণ করে। অস্বাভাবিক যৌন সংসর্গের প্রমাণও মিলেছে। বুকে এবং দু’ হাতে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।
আরও পড়ুন : মঞ্চ থেকে নেমে কর্মীদের পাশে ভূমিতে বসেই কর্মিসভা পরিচালনা করলেন মন্ত্রী
পৈশাচিক অত্যাচার রেকর্ড করে এক দুষ্কৃতী। হুমকি দেওয়া হয়, যদি পুলিশের কাছে অভিযোগ জানানো হয়, তাহলে রেকর্ডেড ভিডিও ছড়িয়ে দেওয়া হবে।
নির্মম অত্যাচারের পর নির্যাতিতা প্রথমেই পুলিশের দ্বারস্থ হননি। তিনি প্রতিবেশীদের সব কথা জানান। এর পর এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে তার পর এফআইআর দায়ের করা হয়। তিন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।