TRENDING:

হতে পারে ২৬/১১ -র মতো জঙ্গি আক্রমণ, গণেশ চতুর্থীর আগে হুমকি ফোনে অ্যালার্ট মুম্বই পুলিশ

Last Updated:

গণপতি প্যান্ডেলের পাশাপাশি মুম্বইয়ের প্রসিদ্ধ সিদ্ধি বিনায়ক মন্দিরের বাইরেও ভারী পুলিশ মোতায়েন রয়েছে৷  এই গণেশ উৎসবের সময়েই সব জায়গাতেই প্রচুর ভিড় হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ব্যবসায়িক রাজধানী মুম্বইতে এই বছর গণেশ চতুর্থী নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ ২ বছর বাদে কোনও কোভিড বিধি নেই আর সেই অবস্থাতেই একেবারে খোলামেলা ভাবে গণেশ চতুর্থী পালন হবে৷ ২ বছর বাদে এই উৎসবের আবহে আবার সন্ত্রাসের কালো ছায়া৷ মুম্বই পুলিশও প্রচণ্ডভাবেই অ্যালার্ট রয়েছে৷ এর পিছনে একটা বড় কারণ রয়েছে৷ মুম্বই ট্র্যাফিক কন্ট্রোল রুমে একটি ফোন এসেছিল৷ এই ফোন কলে মুম্বইয়ের ২৬/১১ ধাঁচে হামলার হুমকি দেওয়া হয়েছে৷ এরপরেই মুম্বই পুলিশ অ্যালার্টে রয়েছে৷
advertisement

জয়েন্ট সিপি (লো অ্যান্ড অর্ডার) বিশ্বাস নাগরে পাটিল বলেছেন মুম্বই পুলিশ সতর্ক রয়েছে৷ গণপতি পুজোর জন্য সুরক্ষা আঁটোসাঁটো৷ এরমধ্যে ভিড় নিয়ন্ত্রণ, ট্র্যাফিক মনিটরিং এবং বিশেষ করে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের মতো বিষয় মোকাবিলা করে৷

আরও পড়ুন -  Coochbehar News: পৌরসভা পরিচালিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, তদন্তে পৌরপ্রধান

advertisement

এর পুরো প্রস্তুতি হয়ে গেছে৷ প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে৷ এর জন্যে সব প্রস্তুতি হয়ে গেছে৷ গণপতির পুজোর শুরু থেকে শেষ অবধি প্ল্যানিং ও কড়া ব্যবস্থা করা হয়ে গেছে৷ মুম্বই পুলিশ পুরো প্রস্তুতি শুরু করে ফেলেছে৷

এরকম আতঙ্কবাদী হামলার ঘটনার জন্য মুম্বই সবসময়েই পুরো সতর্ক থাকে৷ বিশেষ করে উপকূলে নজরদারি বজায় রাখা হয়েছে৷ কিউআরটি দল পুরোপুরিভাবে মোতায়েন রয়েছে৷ তারা আশ্বস্ত করেছে নাগরিকদের ঘাবড়ানোর কোনও কারণ নেই৷

advertisement

আরও পড়ুন -  Asia Cup 2022: কমেন্ট্রি চলাকালীন ধাঁই করে ব্যাট চালিয়ে দিলেন শ্রীকান্ত! কনুই কি ভাঙল নাকি বাদানির, ভাইরাল ভিডিও

৩১  তারিখ থেকে শুরু হবে গণেশ চতুর্থীর উৎসব৷ তার ঠিক একদিন আগেই কমিশনার বিবেক ফণসলকর এবং জয়েন্ট সিপি বিশ্বাস নাগরে পাটিল মুম্বইয়ের প্রসিদ্ধ লাল বাগে পৌঁছন এবং সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখেন৷

advertisement

বিশ্বাস নাগরে পাটিল বলেছেন কোনও গুজবে বিশ্বাস করবেন না৷ ৮০ শতাংশ পুলিশ মোতায়েন হয়ে গেছে৷ এছাড়া এসআরপিএফ -র ১৮ কোম্পানি এবং কিউআরটি ৭০০ দল আছে৷ ভারী সংখ্যায় পুলিশ দল গণপতি উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গণপতি প্যান্ডেলের পাশাপাশি মুম্বইয়ের প্রসিদ্ধ সিদ্ধি বিনায়ক মন্দিরের বাইরেও ভারী পুলিশ মোতায়েন রয়েছে৷  এই গণেশ উৎসবের সময়েই সব জায়গাতেই প্রচুর ভিড় হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হতে পারে ২৬/১১ -র মতো জঙ্গি আক্রমণ, গণেশ চতুর্থীর আগে হুমকি ফোনে অ্যালার্ট মুম্বই পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল