TRENDING:

Mumbai Coronavirus Update: পরিস্থিতি ভয়াবহ! মুম্বইতে করোনা আক্রান্ত একদিনে ২০ হাজার, ৮৫ শতাংশ উপসর্গহীন

Last Updated:

Corona Situation In Mumbai: মুম্বইয়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। ৮৫ শতাংশ সংক্রমিত উপসর্গহীন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: বৃহস্পতিবার মুম্বাইতে করোনা ভাইরাসের (Mumbai Coronavirus Update) ২০,১৮১ টি নতুন মামলা সামনে এসেছে। যা এখনও পর্যন্ত করোনার সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় মুম্বাইতে চার জন মারা গিয়েছেন। বুধবার মুম্বাইয়ে সংক্রমণের ১৫,১৬৬টি নতুন কেস রেকর্ড করা হয়েছিল। যা ২০২০ সালের মার্চ মাসে মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ ছিল।
advertisement

এর আগে, ৪ এপ্রিল, ২০২১-এ মুম্বাইতে একদিনে সর্বাধিক ১১,১৬৩ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। মহারাষ্ট্রে এখন করোনার ৩৬,২৬৫ টি নতুন কেস নথিভুক্ত করা হয়েছে। রাজ্যে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে এখন Omicron- এর ৭৯ টি কেস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন- পঞ্জাবে 'প্রাণ সংশয়', মোদির দীর্ঘায়ু কামনায় মধ্যপ্রদেশে যা করলেন মুখ্যমন্ত্রী..

advertisement

মুম্বাইতে দৈনিক সংক্রমণের হার ৩৩ শতাংশে পৌঁছেছে। এর পাশাপাশি হাসপাতালে ভর্তির ঘটনাও বাড়ছে। যদিও উপসর্গহীন রোগীর সংখ্যা ৮৭ শতাংশ থেকে ৮৫ শতাংশে নেমে এসেছে। মুম্বইয়ের হাসপাতালগুলিতেও ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ১৬.৮ শতাংশ।

মুম্বইয়ে ২০ হাজারেরও বেশি নতুন মামলা সামনে আসার পর শহরে আবার লকডাউনের প্রশ্ন উঠছে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর মঙ্গলবার বলেছিলেন, কোভিড সংক্রমিতের সংখ্যা ২০ হাজার ছাড়ালে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে শহরে লকডাউন জারি করা হবে।

advertisement

ইতিমধ্যে গোয়া থেকে মুম্বাই ফিরে আসা কর্ডেলিয়া ক্রুজ জাহাজে থাকা ১৮২৭ জন যাত্রীর মধ্যে বুধবার আরও ১৩৯ জন যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। বিএমসির একজন আধিকারিক বলেছেন, যাত্রীদের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁদের কোনও উপসর্গ নেই। আপাতত তাঁদের হোম আইসোলেশনে রাখা হবে।

আরও পড়ুন- বাংলায় করোনা সংক্রমণের হার ১৬.‌৫!‌ উদ্বেগজনক রাজ্যগুলির তালিকা দেখে নিন...

advertisement

এদিকে, উপসর্গযুক্ত যাত্রীদের একেবারে আলাদা করে চিকিত্সকদের নজরে রাখা হবে। এর আগে বিএমসির স্বাস্থ্য আধিকারিক ডাঃ মঙ্গলা গোমারে পিটিআইকে বলেছিলেন, ১৪৩ জন যাত্রী কোভিডে আক্রান্ত ছিলেন। তবে শেষমেশ গভীর রাতে বিএমসি পরিসংখ্যান সংশোধন করে জানায়, ১৩৯ জন আক্রান্ত।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লেখ্য, দক্ষিণ মুম্বাইয়ের ব্যালার্ড পিয়েরে আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালে পৌঁছানোর পরে বিএমসি জাহাজটিতে থাকা ১৮২৭ জন যাত্রীর নমুনা সংগ্রহ করেছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Coronavirus Update: পরিস্থিতি ভয়াবহ! মুম্বইতে করোনা আক্রান্ত একদিনে ২০ হাজার, ৮৫ শতাংশ উপসর্গহীন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল