এর আগে, ৪ এপ্রিল, ২০২১-এ মুম্বাইতে একদিনে সর্বাধিক ১১,১৬৩ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। মহারাষ্ট্রে এখন করোনার ৩৬,২৬৫ টি নতুন কেস নথিভুক্ত করা হয়েছে। রাজ্যে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে এখন Omicron- এর ৭৯ টি কেস রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন- পঞ্জাবে 'প্রাণ সংশয়', মোদির দীর্ঘায়ু কামনায় মধ্যপ্রদেশে যা করলেন মুখ্যমন্ত্রী..
advertisement
মুম্বাইতে দৈনিক সংক্রমণের হার ৩৩ শতাংশে পৌঁছেছে। এর পাশাপাশি হাসপাতালে ভর্তির ঘটনাও বাড়ছে। যদিও উপসর্গহীন রোগীর সংখ্যা ৮৭ শতাংশ থেকে ৮৫ শতাংশে নেমে এসেছে। মুম্বইয়ের হাসপাতালগুলিতেও ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ১৬.৮ শতাংশ।
মুম্বইয়ে ২০ হাজারেরও বেশি নতুন মামলা সামনে আসার পর শহরে আবার লকডাউনের প্রশ্ন উঠছে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর মঙ্গলবার বলেছিলেন, কোভিড সংক্রমিতের সংখ্যা ২০ হাজার ছাড়ালে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে শহরে লকডাউন জারি করা হবে।
ইতিমধ্যে গোয়া থেকে মুম্বাই ফিরে আসা কর্ডেলিয়া ক্রুজ জাহাজে থাকা ১৮২৭ জন যাত্রীর মধ্যে বুধবার আরও ১৩৯ জন যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। বিএমসির একজন আধিকারিক বলেছেন, যাত্রীদের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁদের কোনও উপসর্গ নেই। আপাতত তাঁদের হোম আইসোলেশনে রাখা হবে।
আরও পড়ুন- বাংলায় করোনা সংক্রমণের হার ১৬.৫! উদ্বেগজনক রাজ্যগুলির তালিকা দেখে নিন...
এদিকে, উপসর্গযুক্ত যাত্রীদের একেবারে আলাদা করে চিকিত্সকদের নজরে রাখা হবে। এর আগে বিএমসির স্বাস্থ্য আধিকারিক ডাঃ মঙ্গলা গোমারে পিটিআইকে বলেছিলেন, ১৪৩ জন যাত্রী কোভিডে আক্রান্ত ছিলেন। তবে শেষমেশ গভীর রাতে বিএমসি পরিসংখ্যান সংশোধন করে জানায়, ১৩৯ জন আক্রান্ত।
উল্লেখ্য, দক্ষিণ মুম্বাইয়ের ব্যালার্ড পিয়েরে আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালে পৌঁছানোর পরে বিএমসি জাহাজটিতে থাকা ১৮২৭ জন যাত্রীর নমুনা সংগ্রহ করেছিল।