ভিডিওটিতে দেখা গিয়েছে কৌশলের দ্বারা কী ভাবে বিরক্ত হচ্ছেন ক্রেতা। কিন্তু পোস্টটির ক্যাপশন নেটিজেনদের আনন্দ দিয়েছে।
এই ভিডিওটি প্রায় ৯৫,০০০ বেশি মানুষ দেখেছেন। ভিডিওটিতে লাইক পড়েছে ১৫,০০০-এর বেশি, কমেন্ট করা হয়েছে ২০০-র বেশি। নেটাগরিকরা ভিডিওটির সঙ্গে যে ক্যাপশন ব্যবহার করা হয়েছে তার জন্য প্রশংসা করেন কমেন্ট বক্সে। এই Instagram পোস্টটিতে একজন লেখেন এটা, 'সর্বকালের সেরা মিম পেজ'। আবার কেউ কেউ এই পেজের অ্যাডমিনের রসবোধের প্রশংসা করেছেন। কেউ আবার মজা করে অ্যাডমিনকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে তুলনা করেছেন। এর আগে মুম্বই পুলিশ করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা বাড়াতে একাধিক অভিনব বিজ্ঞাপন শেয়ার করে। ৩০ মার্চ, তারা 'আজ ম্যায় উপর আসমা নিচে' গানের লাইন ব্যবহার করে আরও একটি হাস্যকর ক্যাপশন লিখেছিলেন।
এর আগেও আরও একটি পোস্ট নেটাগরিকদের সামনে আনে মুম্বই পুলিশ, তাতে দেখা যায় সুপারম্যান, ব্যাটম্যান-সহ বিভিন্ন সুপারহিরোদের মুখে মাস্ক ব্যবহার করা হয়েছে। তাতেও একটা অনন্য ক্যাপশন ছিল- 'যদি তোমরা নিজের সঙ্গে ন্যায়বিচার করো, তাহলে তোমরা সুরক্ষিত সমাজে গড়তে পারবে। অবশ্যই পরুন মাস্ক'!