TRENDING:

Mumbai Metro 3: চালু হয়ে গেল মুম্বই মেট্রো ৩, শহরের প্রথম ভূগর্ভস্থ মেট্রোর স্টেশন, সময়সূচি ও ভাড়া জেনে নিন

Last Updated:

Mumbai Metro 3: শনিবার ফেজ ১-এর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগর্ভস্থ মেট্রোর নির্মাণ শ্রমিকরাও। তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  সোমবার থেকে চালু হয়ে গেল মুম্বই মেট্রো। অ্যাকোয়া লাইনের ফেজ ১-এ বান্দ্রা- কুরলা কমপ্লেক্স থেকে চলবে অ্যারে স্ট্রেচ পর্যন্ত। ভূগর্ভস্থ মেট্রো চড়তে প্রথম দিনই ভিড় জমিয়েছিলেন শ’য়ে শ’য়ে যাত্রী। উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
চালু হয়ে গেল মুম্বই মেট্রো ৩
চালু হয়ে গেল মুম্বই মেট্রো ৩
advertisement

শনিবার ফেজ ১-এর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগর্ভস্থ মেট্রোর নির্মাণ শ্রমিকরাও। তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়াও ছাত্র-ছাত্রী এবং মহারাষ্ট্র সরকারের ‘লাডলি বহেন’ যোজনার সুবিধাভোগীদের সঙ্গেও সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। এদিন যাত্রীদের সুবিধার্থে ‘মেট্রোকানেক্ট ৩’ অ্যাপেরও উদ্বোধন করেন মোদি।

আরও পড়ুন-   ঘনিয়ে আসছে ভয়ঙ্কর দুঃসময়…! বুধের রাজকীয় চালে চরম সঙ্কটে ৩ রাশি, আয়-উন্নতিতে বাধা, উথাল-পাথাল জীবন!

advertisement

আরে কলোনি থেকে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ১২.৬৯ কিমি লাইন মূলত কোলাবা-সিপজ-আরে মেট্রো লাইন ৩-এর অংশ। গত সপ্তাহেই এই লাইন চালুর জন্য ছাড়প্ত্র দেয় মেট্রো রেলওয়ে নিরাপত্তা কমিশন।

স্টেশন: বান্দ্রা কুরলা কমপ্লেক্স এবং আরের মধ্যে মোট ১০টি মেট্রো স্টেশন পড়বে। সেগুলি হল – বিকেসি, বান্দ্রা কলোনি, সান্তাক্রুজ, ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (CSMIA) T1, সাহার রোড, CSMIA T 2, মারোল নাকা, আন্ধেরি, SEEPZ, আরে কলোনি JVLR।

advertisement

আরও পড়ুন-    শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

সময়: ৭অক্টোবর শনিবার বান্দ্রা কুরলা কমপ্লেক্স এবং আরে কলোনি JVLR স্টেশন থেকে সকাল ১১টায় মেট্রো চালু হয়েছিল। শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৮ টায়। তবে মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টায়। আর রবিবার সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো চলবে।

advertisement

এই লাইনে প্রতিদিন ৪ লক্ষ যাত্রী হবে বলে অনুমান করা হচ্ছে। ১৫-২০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। তবে অফিস টাইমে ৬.৫ মিনিট অন্তর মেট্রো চলবে। আরে এবং বিকেসির মধ্যে ৯৬টি ট্রিপ হবে। মোট ৪৮জন পাইলট রয়েছেন। এর মধ্যে ১০ জন মহিলা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যাত্রীরা অ্যাপে টিকিট কাটতে পারবেন। এছাড়া কাউন্টারও থাকছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ১০ টাকা। সর্বোচ্চ মূল্য ৫০ টাকা। মেট্রোর কারণে ৩৫ শতাংশ যানজট কমবে বলে আশা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Metro 3: চালু হয়ে গেল মুম্বই মেট্রো ৩, শহরের প্রথম ভূগর্ভস্থ মেট্রোর স্টেশন, সময়সূচি ও ভাড়া জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল