TRENDING:

ফাঁকা ফ্ল্যাটে স্পা করাতে গিয়ে ফাঁসলেন বৃদ্ধ! মাসাজের ফাঁকেই কুকীর্তি, শেষে বাঁচাল পুলিশ

Last Updated:

গত জুলাই মাসে মাসাজ নেওয়ার জন্য অনলাইনে সার্চ করেন তিনি৷ এর পরই ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে কানহাইয়া নামে এক ব্যক্তি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্পা করাতে গিয়ে বিপদে পড়লেন ৬৩ বছরের বৃদ্ধ৷ খোয়া গেল ৫০ হাজার টাকা৷ আরও ৬ লক্ষ টাকা চেয়ে ওই বৃদ্ধকে চাপও দেয় অভিযুক্তরা৷ শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন পেশায় আইনজীবী ওই বৃদ্ধ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বোরিভালি এলাকায়৷ জানা গিয়েছে, সম্প্রতি বোরিভালিতে একটি নতুন ফ্ল্যাট কেনেন ওই আইনজীবী৷ গত জুলাই মাসে মাসাজ নেওয়ার জন্য অনলাইনে সার্চ করেন তিনি৷

এর পরই ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে কানহাইয়া নামে এক ব্যক্তি৷ এক ঘণ্টা মাসাজ করার জন্য ৭ হাজার টাকা দাবি করেন তিনি৷ গত ১১ জুলাই বোরিভলির ফ্ল্যাটে এসে আইনজীবীকে মাসাজ সার্ভিস দেন ওই যুবক৷

advertisement

গত ৭ সেপ্টেম্বর ফের একবার মাসাজ করানোর জন্য ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন ওই বৃদ্ধ৷ তখন মুন্না নামে নিজের এক সহকারীকে ওই আইনজীবীর কাছে পাঠায় কানহাইয়া৷ মুন্না নামে এই দ্বিতীয় যুবক বৃদ্ধকে মাসাজ করানোর সময় ওই বৃদ্ধকে নিজের পোশাক খুলে ফেলতে বলে৷ ওই অবস্থাতেই বৃদ্ধের ভিডিও মোবাইলে রেকর্ড করতে থাকে সে৷

advertisement

ওই আইনজীবী যখন বিষয়টি বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে মাসাজ বন্ধ করে দেন তিনি৷ কিন্তু এর পরই বিষয়টি অন্য দিকে মোড় নেয়৷ অভিযোগ, মুন্না এবং কানহাইয়া নামে দুই যুবক ওই আইনজীবীর উপরে চড়াও হয়৷ তাঁর নগ্ন ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বৃদ্ধের কাছে অর্থ দাবি করে তারা৷ সম্মানহানির ভয়ে দু জনকে ৫০ হাজার টাকা দিয়ে দেন ওই আইনজীবী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

এর কিছু দিন পর থেকে ওই দু জন ফের হোয়াটসঅ্যাপে মেসেজ করে ওই বৃদ্ধের কাছে আরও ৬ লক্ষ টাকা দাবি করে৷ তাঁর আত্মীয়স্বজনের কাছে ওই আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে দু জন৷ এর পরই পুলিশের দ্বারস্থ হন ওই প্রবীণ আইনজীবী৷ তদন্তে নেমে গত ২১ সেপ্টেম্বর খেরওয়াড়ি এবং অন্ধেরি থেকে সমীর আলি (২১) এবং ভূপেন্দ্র সিং (২৫) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফাঁকা ফ্ল্যাটে স্পা করাতে গিয়ে ফাঁসলেন বৃদ্ধ! মাসাজের ফাঁকেই কুকীর্তি, শেষে বাঁচাল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল