জানা গিয়েছে, শনিবার একটি লোকাল ট্রেনে করে মালাড় স্টেশনে পৌঁছন ভিলে পার্লে এলাকার একটি নামী কলেজের অধ্যাপক অলোক সিং (৩৩)৷ ট্রেনটি মালাড় স্টেশনে পৌঁছনোর পর ট্রেন থেকে নামার সময় ২৭ বছর বয়সি ওঙ্কার শিন্ডে নামে এক যুবকের সঙ্গে ওই ব্যক্তির বচসা বাঁধে৷
ঘটনাস্থলে থাকা অন্যান্য যাত্রীরাও এটিকে রুটিন ঘটনা বলে প্রথমে গুরুত্ব দেননি৷ কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আতঙ্কে শিউরে ওঠেন মালাড় স্টেশনের ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীরা৷ দেখা যায় প্ল্যাটফর্মে নামার পর পরই একটি ছুরি নিয়ে এসে অলোক সিং নামে ওই অধ্যাপকের পেটে পর পর কোপ মারতে শুরু করে ওঙ্কার শিন্ডে নামে ওই যুবক৷ রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মেই লুটিয়ে পড়েন অলোক সিং৷ ততক্ষণে ভিড়ে ঠাসা স্টেশনের মধ্যে দিয়ে ছুটে পালিয়ে যায় ওঙ্কার সিং নামে ওই অভিযুক্ত৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি৷ যদিও রক্তাক্ত অলোক সিং-কে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ অভিযুক্ত ওঙ্কার শিন্ডের খোঁজ শুরু করে বোরিভালি জিআরপি৷
মালাড় স্টেশনের সিসিটিভি ফুটেজেই ওঙ্কার শিন্ডে নামে ওই অভিযুক্ত যুবককে ওভারব্রিজ পেরিয়ে ছুটে পালাতে দেখা যায়৷ সিসিটিভি-তে পাওয়া তার চেহারার বিবরণ এবং প্রযুক্তির সাহায্যে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই ভাসাই এলাকা থেকে অভিযুক্ত ওঙ্কার শিন্ডেকে গ্রেফতার করে জিআরপি৷
তবে শুধুমাত্র ট্রেন থেকে নামা নিয়ে সামান্য বচসার জেরে ওঙ্কার শিন্ডে একজন অপরিচিত ব্যক্তির উপরে এমন প্রাণঘাতী হামলা চালাল কি না তা নিয়ে তদন্তকারীদের মনেও সন্দেহ রয়েছে৷ মৃত অলোক সিংয়ের সঙ্গে অভিযুক্ত ওঙ্কার শিন্ডের পুরনো কোনও শত্রুতা ছিল কি না, অভিযুক্তকে জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷
